পাতা:কলিকাতা সেকালের ও একালের.djvu/৬০২

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

ぐやbr কলিকাতা সেকালের ও একালের । ( ৭ ) কোতোয়ালি হাজত - - - حده ه م لا (৮) দুইটী পোল 婚够朝 * so o ۹۰ ه ه ، (৯) ছিট-প্রস্তুতকারকদের বাটী o ow وه • • • \ ( ১ • ) বারুদখানা * * * ---> అవశిd( ১১ ) ডক ও তৎসংলগ্ন গুহাদি --- ۹ ه ه ه ، ( ১২ ) নব নিৰ্ম্মিত মালগুদাম ' --- ۹ه • ه ه (১৩) বাগবাজারের রিডাউট বা রক্ষণমঞ্চ २१०००९ ক্লাইভ ও ওয়াটসন, কলিকাতা আক্রমণের প্রতিশোধ লইবার জন্ত সদলবলে মাম্রাজ হইতে আসিয়া কলিকাতার পুনরুদ্ধার করেন । ইহঁাদের বাহুবলে কলিকাতায় ইংরাজাধিকার পুনঃ প্রতিষ্ঠিত হয়। ইহার পরই কারণপরম্পরা উপস্থিত হইয়া, পলাশী মহাসমরের সূচনা ঘটে । পলাশীযুদ্ধে ইংরাজ পক্ষ জয়লাভ করিলে, মীরজাফর, বীরপ্রবর ক্লাইভের পোষকতায়, বাঙ্গলায় মসনদে উপবিষ্ট হন । মীরজাফর কৃতজ্ঞতা প্রকাশের জন্য, ইংরাজ কোম্পানীকে ২৪ পরগণার জমীদারী প্রদান করেন। কলিকাতা ও পার্শ্ববৰ্ত্তী কয়েকটি মৌজার জন্স, ইংরাজদিগকে নবাব সরকারে ইতিপূৰ্ব্বে রাজস্ব দিতে হইত। নবাব মুরশীদ কুণীর্থীর আমল হইতেই, এই ব্যবস্থা প্রচলিত ছিল। কিন্তু মীরজাফর নবাবী প্রাপ্তির পর, কলিকাতা ও তাহার পাশ্ববৰ্ত্তী কয়েকট মৌজা, নিষ্করদান রূপে কোম্পানীকে প্রদান করেন। কলিকাতা আক্রমণের সময়, অনেক বাঙ্গালীর ঘরবাড়ী নষ্ট হইয়া গিয়াছিল । অনেক ইংরাজ বাসিন্দারও সম্পত্তি ধ্বংশ হইয়া যায়। নবাবসৈন্ত কলিকাতা লুঠ করায়, অনেকের বহুমূল্য জিনিষ পত্রাদিও নষ্ট হয় । নবাব মীরজাফর, সেরাজ কর্তৃক কলিকাতা লুণ্ঠনের ক্ষতিপূরণ স্বরূপ, ইংরাজকোম্পানীর প্রজাবর্গের জন্য ও কোম্পানীর যে সমস্ত ইংরাজ কৰ্ম্মচারী এই আক্রমণ ফলে গতসৰ্ব্বস্ব হইয়াছিলেন, তাহাদের ক্ষতিপূরণ জন্ত এক কোট সত্তর লক্ষ টাকা,কোম্পানীকে দিয়াছিলেন। এদেশীয়দের মধ্যে অনেকে কলিকত আক্রমণের সময় প্রাণভয়ে পলায়ন করিয়াছিল—কলিকাতা রক্ষণর জন্য ইংরাজের কোন সহায়তা করে নাই—এজন্য প্রথমে এই সংকল্প স্থির হয়, যে এদেশীয় লোকের কোনরূপ ক্ষতিপূরণ পাইবে না। এ দেশীয় অধিবাসীগণের মধ্যে যাহারা নবাবের সহায়তা করিয়াছিল—তাহার দলে যোগদান করিয়াছিল—সেইজন্য তাহদেরও ক্ষতিপূরণের দাবি অগ্রাহ করা হয়। উমিচাদ গুপ্তভাবে নবাবের সহায়তা করিয়াছিলেন—এই সন্দেহে, প্রথমে তাহার সমস্ত