পাতা:কলিকাতা সেকালের ও একালের.djvu/৬০৩

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

উনবিংশ অধ্যায় (Vని সম্পত্তি কোম্পানী বাহাদুর বাজেয়াপ্ত করিয়া লয়েন। কিন্তু তাহার বিশ্বাসঘাতকতার সম্বন্ধে কোন বিশেষ প্রমাণ না পাওয়াতে, এই ক্রোকীসম্পত্তি পুনরায় তাহাকে ফিরাইয়া দেওয়া হয়। কলিকাতার বাঙ্গালী অধিবাসীদের মধ্যে গোবিন্দরাম মিত্র, শোভারাম বসাক প্রমুখ, কয়েকজন বাঙ্গালী সেই সময়ে কলিকাতা ত্যাগ করেন নাই। ইহঁাদের প্রার্থনামতে, কোম্পানী-বাহাদুর পরে একটী কমিশন বসান। কমিশনের কৰ্ত্তারা স্থির করেন—যে সকল বাঙ্গালী নবাব কর্তৃক কলিকাতা আক্রমণের সময় সহর ত্যাগ করে নাই বা কোম্পানীর কোনরূপ বিরুদ্ধাচরণ করে নাই, তাহারা ক্ষতিপূরণ স্বরূপ, নবাব মীরজাফর প্রদত্ত টাকার অংশ পাইবে । দেশীয়দের মধ্যে এই টাকা বিতরণ করিবার ভার—গোবিন্দরাম মিত্র ও শোভারাম বসাকের হাতে পড়ে। কিন্তু দুঃখের বিষয় এই—র্তাহারা এই খেসারত পূরণের টাকার খুব বেশী অংশই নিজেরা গ্রহণ করেন। এ ব্যাপারে কোম্পানীকে কোন দোষ দেওয়া যাইতে পারে না—কারণ প্রথমে ক্ষতিপুরণ করিতে অস্বীকৃত হইলেও, পরে তাহারা ক্ষতিগ্রস্থ বাঙ্গালী অধিবাসীদের মধ্যে এই টাকা বিতরণ করিতে অনুমতি দিয়াছিলেন। কিন্তু মিত্রজী ও বসাক মহাশয়ের বন্দোবস্তের দোষে, অনেকের ভাগ্যে যৎসামান্তই পড়িয়ছিল। এই টাকা বিতরণ করিবার জন্য তেরজন এদেশীয় কমিশনার নিযুক্ত হন । আমরা তাহদের নামের তালিকা, ক্ষতিপূরণের দাবীর টাকার একটা তালিকা, এস্থলে উদ্ধত করিয়া দিলাম। এই তালিকা হইতে পলাশী-আমলে কলিকাতার জনকয়েক অবস্থাপন্ন অধিবাসীর কথা জানিতে পারা যায় । 总 তাহাদের নষ্ট | কোম্পানী কমিশনারগণের নাম । সম্পত্তির জন্ত | বাহাদুরের দাবীর পরিমাণ মধুরী টাকা । • ১ গোবিন্দরাম মিত্র ও রঘুনাথ মিত্র | ৪১২৬৮• ] /• | ৩৭৬৮ay. ২ শোভারাম বসাক ৪৪১২৭৮ | / } ৬৬২৭৮y• vE আলিজান ভাই wog 86 ol 象彎 вет৪ রতু সরকার বা রতন সরকার ه اع۹۹ نه ه 8 ه العه لانه ساد ৫ শুকদেব মল্লিক é ०> 8रै | l० | > ०* 8२॥० १२