পাতা:কলিকাতা সেকালের ও একালের.djvu/৬১৮

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

(kb o কলিকত| সেকালের ও একালের । অন্ধকূপ-হত্যার পরদিন হলওয়েলকে এই বাগানেই নবাবের সম্মুখে উপস্থিত করা হয়। ইটালি পদ্মপুকুরের এক অংশে হাতিবাগান বলিয়া একটা পল্লী আজও বর্তমান। জনপ্রবাদ এই, কলিকাতা আক্রমণের সময়, এই স্থানের একটা বাগানে, নবাব সিরাজউদৌলার সৈন্যদলভুক্ত হস্তীগুলি রক্ষিত হইয়াছিল । ইহা হইতেই “হাতীবাগান” নামকরণ হইয়াছে। ১৭৬৭ খৃঃ অব্দে লর্ড ক্লাইভ বিলাতে চলিয়া যান। ১৭৬৮ খৃঃ অব্দে লিখিত মিসেস কিণ্ডাসলীর লিপিত বিবরণ হইতে, কলিকাতার অবস্থা সম্বন্ধে অনেক কথা জানিতে পারা যায়।* তিনি যাহা লিথিয়াছেন, তাহার সারমর্শ্ব এই—“মান্দ্রাজের সহিত তুলনায় কলিকাতার অবস্থা যে অধিক উন্নত তাহা নহে । কলিকাত সহরট আয়ত্ব নে বড় হইলে কি হয়, ইহার মধ্যে ষে সমস্ত বাড়ী ঘর নিৰ্ম্মিত হইয়াছিল, তাহদের মধ্যে একটা শৃঙ্খলা না থাকায়, ইহার সাধারণ দৃশ্ব নেত্রের বড়ই অতৃপ্তিকর । চারিদিকে যেন একটা বিশৃঙ্খল ভাব। কোথাও বা বড় বড় বাটী, কোথাও চালাঘর । রাস্তাঘাটের বিশৃঙ্খলাও সেইরূপ। বাড়াগুলা কোথাও যেন আকাশের গাত্র স্পর্শ করিতে যাইতেছে, আবার কোথাও বা একেবারে নীচে নামিয়া গিয়াছে। যে যেখানে সুবিধামত জায়গা-জমী যোগাড় করিয়াছে, সেই খানেই নিজের পছন্দমত বাড়াঘর তৈয়ারি করিয়াছে।” “বাজারের নিকটবৰ্ত্তী স্থানগুলি যেন একটু জমকালো । যেখানে কোনরূপ মালপত্র বিক্রয় হইত ব৷ তদুপযোগী “বৈঠক” বা দোকান থাকিত, সেইস্থানটাই যেন একটু গুলজার । এই সকল বাজারের দোকানদারগণ সবই এদেশের লোক ।” “ইংরাজের খুব কমই এই সব বাজারে যাইতেন। র্ত্যহাদের হাটবাজার যাহা কিছু হুইত, সবই তাহদের বেনিয়ান ও চাকরদিগের মারফৎ হইত। সহরের মধ্যস্থানে পুরাতন কেল্প। । এইস্থানেই “ব্লাকহোল” হত্যাকাণ্ড সংঘটিত হয় ।” - “সহরের একটা নির্দিষ্ট অংশে আৰ্ম্মিনীয়ান ও পটুগীজেরা বসবাস করে। উভয় জাতিরই স্বতন্ত্র গির্জা আছে। পটুগীজের রোমীয়-ধৰ্ম্মের নিয়ামুসারে শোভাযাত্রা ও নানাবিধ উৎসব করে। এই সমস্ত উৎসবের অনুষ্ঠান তাহণদের নিৰ্দ্দিষ্ট পল্লীমধ্যেই হইয়া থাকে। পটুগীজদের সহিত আমাদের

  • Letters of Mrs Kindersley ( June 1768)