পাতা:কলিকাতা সেকালের ও একালের.djvu/৬২৩

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

উনবিংশ অধ্যায় । IV নিকট হইতে ইংরাজেরা Restitution money বা ক্ষতিপূরণ স্বরূপ যে টাকা পাইয়াছিলেন, তাহার উদ্ধৃতাংশ গোবিন্দপুরের অধিবাসীদের দেওয়া হয়। অনেকে সহরের আশে পাশে এওয়াজি-জমী পাইয়া গোবিন্দপুরের ভদ্রাসন ত্যাগ করেন । এই সময়ে তালতলা, কুমারটুলী, শোভাবাজার প্রভৃতি স্থান লোক পূর্ণ হইয় উঠে। অনেক অবস্থাপন্ন বাঙ্গালী, এই সব স্থানে বসবাস করিতে আরম্ভ করেন। ক্লাইভের মুসী, মহারাজা নবকৃষ্ণ বাহাদুর এওয়াজিরূপে মুতালুটি অঞ্চলে ও শোভাবাজারে অনেক জমী পান । মহারাজা নবকৃষ্ণের আবাসভবন সেকালের কলিকাতায় একটি দর্শনীয় জিনিস ছিল। দুর্গোৎসব উপলক্ষে, তাহার বাটীতে মহা সমারোহ হইত। জনশ্রুতি এই, পলাশী-বিজয়ী লর্ড ক্লাইভ দুই একবার তাহার মুন্সীর বাড়ী দুৰ্গোৎসবের রাত্রে নিমন্ত্রণ রক্ষণ করিয়া, নাচগানে পরিতৃপ্ত হইয়াছিলেন। তখন কলিকাতার স্থতালুট অঞ্চলে রায়রায়। মহারাজ রাজবল্লভ বাহাদুর বাটী নিৰ্ম্মাণ করিয়া বসবাস করিতেছিলেন। মহারাজ নন্দকুমারের পুত্র, রাজা গুরুদাস স্বতালুটার মধ্যে চড়ক-ডাঙ্গীয় বাস করিতেন। বর্তমানকালের নূতনবাজারের_নিকটস্থ স্থানটা আজও চড়ক ডাঙ্গা বলিয়া পরিচিত আছে। কেহ কেহ অনুমান করেন, বৰ্ত্তমান বিডন-বাগানের অধিকৃত স্থানেই রাজা গুরুদাসের আবাসস্থান ছিল। বিডন ষ্ট্রীট পোষ্টফিসের পাশ দিয়া, যে রাস্তাট মাণিকতলা ষ্ট্রীটে আসিয়া মিলিয়াছে, তাহ এখনও রাজা *গুরুদাসের-স্ট্রীট” বলিয়া উল্লিখিত । /.আব্দুল-রাজবংশের আদিপুরুষ দেওয়ান রামচরণ, গবর্ণর ভান্সিটাটের বেনিয়ান ছিলেন। দেওয়ান রামচরণ, পাথুরিয়াঘাটায় বাস করিতেন । দেওয়ান গঙ্গাগোবিন্দ সিংহ, ওয়ারেণ । হেষ্টিংসের দেওয়ান ছিলেন। তিনি পাইকপাড়া রাজবংশেরর_আদিগুরুত্ৰ/ এই দেওয়ান গঙ্গাগোবিন্দ যোড়াসাঁকোতে বাস করিতেন। কাশিমবাজার রাজবংশের প্রতিষ্ঠাতা, হেষ্টিংসের বেনিয়ান কাস্তবাবুর যোড়াস কোতে আবাসগৃহ ছিল। মিঃ হুইলারের দেওয়ান, দর্পনারায়ণ ঠাকুর, পাথুরিয়াঘাটায় থাকিতেন। হেষ্টিংস ও বারওয়েলের পারসী-মুন্সী, সদরউদ্দিন মেছুয়াবাজারে থাকিতেন। মদনমোহন দত্ত-নিমতলায় থাকিতেন। বনমালী সরকার, পাটনার কমাশিয়াল রেসিডেন্টের দেওয়ান ছিলেন কুমারটুলির মধ্যে বনমালী সরকারের প্রাসাদ-তুল্য আবাসস্থান আজও বৰ্ত্তমান আছে। বনমালী সরকারের এই প্রাসাদ-তুল্য আবাস-ভবন প্রাচীন কলিকাতার একটা বিশেষ গৌরবের জিনিস ছিল। আর রাক-জমীদার