পাতা:কলিকাতা সেকালের ও একালের.djvu/৬৩৫

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

বিংশ অধ্যায় । (tఫి( জঙ্গল কাটিয়া পাজ পোড়ান। “সহরের আশে পাশে যে সমস্ত ঝোপ ও পুরাতন গাছ আছে—তাহ কাটিয়া ফেলিবার জন্য, আমরা জমিদার-সাহেবকে আদেশ প্রদান করিয়াছি। কলিকাতা দুর্গের বাকী কাজগুলি সম্পন্ন করিবার জন্য, ইঞ্জিনিয়ার রবিন সাহেব এখানে পৌছাইলেই, আমরা ঐ জঙ্গলের কাঠগুলি দিয়া ইটের-পাজ পোড়াইবার ব্যবস্থা করিব । ইহাতে কোম্পানী-বাহাদুরের খরচের অনেক সাশ্রয় হইবে।” (D to C Aug 28–1982. ). দুর্ভিক্ষ ও লোকের মৃত্যু। “কলিকাতায় দুর্ভিক্ষ হইয়াছে—জিনিস-পত্রের দর বাড়িয়াছে—ও নিম্ন-জমিতে চাষ-আবাদ যাহা কিছু হইয়াছিল—তাহার সবই ডুবিয়া গিয়াছে। লোকে অনেকস্থলে না থাইতে পাইয়া মরিতেছে। শস্তের ও অন্সান্ত খাদ্য-দ্রব্যাদির দর আর ও চড়িবার সম্ভাবনা । ১৭৫১–৫২ এই দুই বৎসরে চাউল ও গম প্রভৃতি শস্যের দর চড়িয়াছে—তাহ নিম্নলিখিত তালিকা হইতে প্রমাণ হইবে । চাউলের 矿矿 फत्रमJश्च ~ গম ময়দা তৈল ১৭৫১ | টাকায়—১মঃ ৩২ টাকায়—১মণ টীকায় টাকায় টাকায় i মন *সে - ম: সসের মণ ৬ সের ১মণ— | ১ মণ সের ১ মণ ৩২ সের | ১মঃ ৩ সের | ১ মণ ❖ ጓd : (Letter from Govindram Mittra (Black Zaminder) to Hon’ ble Roger Drake and Council–Dated ioth. Novr. 1752.) কলিকাতায় শস্তের দর বৃদ্ধি হওয়ায় ও জর্মী বিলির হার কম হওয়ায় কলিকাতা-কৌন্সিল তাহীদের ব্ল্যাক-জমীদারের একটা কৈফিয়ৎ তলৰ করেন । ব্ল্যাক-জমাদার গোবিন্দরাম আত্মপক্ষ সমর্থনার্থে এই কৈফিয়তে অনেক কথাই বলিয়াছিলেন। আমরা কেবল তাহার মধ্য হইতে পলানীযুদ্ধের পাচবৎসর আগের বাজার দর যে অংশটুকুতে আছে, তাহাই উদ্ধত করিয়াছি। টাকায়—১মন ৩২ সের চাউল আগের বৎসরে বিকাইয়াছে । ১মণ ১৬ সের হওয়াতেই দুর্ভিক্ষের হাহাকায় ! গমও টাকায় ১ম ৩২ সের বিকাইত। ময়দার দর ১ মণ তিন সের। তৈল টাকায় এক মণ। পাঠক !