পাতা:কলিকাতা সেকালের ও একালের.djvu/৬৩৮

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

(tidly কলিকাতা সেকালের ও একালের । মেয়র আদালতের কলিও বহিতে ( Folio-Book ) মোকদ্দামার বিবরণ রেজিষ্টারী করিবার জন্য প্রতি পেজে ॥/• হিসাবে ফি গওয়া হইত। এই কি হইতে বৎসরে কমবেশী ১৬০০ টাকা আয় হইত। পাঠক বর্তমান বিশালায়তন, জনসংঘপূর্ণ, অসংখ্য সার্জেণ্ট ও পাহারাওয়ালা পরিবেষ্টিত, শামলা-গাউনধারী উকীল-ব্যারিষ্টারের জনতাপূর্ণ হাইকোর্টের সহিত, এই প্রাচীন 'অল্ডারম্যানকোর্টের একটা তুলনায় সমালোচনা করিয়া দেখুন। সেকালের মেয়রকোর্টে একজন ইন্টারপ্রিটার ২•, টাকা মাত্র বেতন পাইতেন, আর বর্তমান কালের হাইকোটে বা পুলিস-কোটের ইন্টারপ্রিটারের বেতন কাল পরিবর্তনে কত বেশী। লালদীঘির শোচনীয় অবস্থা । “জমীদার-সাহেব ( হলওয়েল এই সময়ে জমীদার ছিলেন ) আমাদের গোচরে আনিয়াছেন—যে লালদীঘির অবস্থা দিন দিন বড়ই পঙ্কিল ও দুর্গন্ধময় হইয়া পড়িতেছে। ইহার যে অংশে কলেট, বেচার, ও নিখেল সাহেবের বাট অবস্থিত, সেখানে পচা জলের দুর্গন্ধ অতি প্রবল ! পুকুরের পাড় এরূপভাবে ধসিয়া গিয়াছে, যে তাহাতে র্ত্যহাদের বাড়ী সমূহের অনিষ্ট হইতে পারে। এই পুষ্করিণীরজল খারাপ হওয়ার সকলেরই বিশ্যে অমুবিধা হইতেছে। ধরিতে গেলে, এই পুষ্করিণীর জল খাটয়া সমগ্র নগরের গরীবের জীবন ধারণ করে । এই জন্য পুষ্করিণীর আশু সংস্কার অতি আবশ্যক। অনেকে এই পুষ্করিণীর জলে স্নান করে ও ঘোড়ার গা ধোয়ায় বলিয়া জলের অবস্থা এইরূপ শোচনীয়। যাহাতে ভবিষ্যতে কেহ এরূপ করিতে না পারে তজ্জন্য উপযুক্ত আদেশ also of outts I” (Cons—Dated 12-5-1755.) “ফিরিঙ্গি” শব্দের আইনঘটিত অর্থ। মেয়রকোটে, আর্থিনিয়ান, মুসলমান ও হিন্দুদের সহিত ইউরোপীয়ানদেয় প্রায়ই মামলা মোকদগম হইত। অনেক মামলা ফিরিঙ্গি বনাম মুসলমান বা হিন্দু থাকিত। এই সময়ে কোন কারণে জমীদার হলওয়েল সাহেবের সহিত মেয়রকোর্টের বিবাদ বাধে। বিচার-সীমান্য বা জুরিসডিকসান এই বিবাদের প্রধান কারণ। এই ব্যাপারে হলওয়েল সাহেব— মেয়রকেগর্টের কৰ্ত্তাদের যে একখানি সুদীর্ঘ পত্র লিথিয়ছিলেন—তাছাতে তিনি এই “ফিরিঙ্গি" শব্দটা লইয়া একটু আলোচনা করিয়াছেন। এ জালোচনার সংক্ষিপ্ত মৰ্ম্মার্থ এই— 鱼