পাতা:কলিকাতা সেকালের ও একালের.djvu/৬৪৭

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

বিংশ অধ্যায়। ৬০৭ তাহারও প্রমাণ উল্লিখিত আদেশ হইতে পাওরা যাইতেছে। রতুগর্তা বঙ্গভূমি, চিরদিনই যে মুরসাল ফলের গাছপূর্ণ। ওয়াটসনের মৃত্যুতে, ক্লাইভের শোকপ্রকাশ। ইতিহাস অভিজ্ঞ পাঠকগণ জানেন, এডমিরাল ওয়াটুসন ও লর্ড ক্লাইভই পলাশী-সমরের প্রধান অভিনেতা । ওয়াটসন, একজন প্রতিভাম্বিত সেনাপতি ছিলেন। হতভাগ্য অমিচাদের ব্যাপার সম্বন্ধে, ওয়াটসনের নাম চির গৌরবান্বিত। তাহার হায় সুচতুর রণকুশল সেনানী সে সময়ে খুব কম ছিল। ক্লাইভও তাহার উপযুক্ত সহযোগীর সহায়তাকে বড়ই বহুমূল্য জ্ঞান করিতেন । এই এডমিরাল ওয়াটসনের একখানি ছবি আমরা এই পুস্তকে প্রকাশ করিয়াছি। কলিকাতাতেই ইহঁার মৃত্যু হয়। যে “পাকাজরের" কথা আমরা উপরে বলিয়াছি—তাহাই তাহার অকাল-মৃত্যুর কারণ । তাহার সমাধি এখনও সেন্টজন গির্জা-প্রাঙ্গণে বৰ্ত্তমান । ক্লাইভ ওয়াটসনের অকাল-মৃত্যুতে ষে শোক প্রকাশ করিয়াছিলেন—তাহার মৰ্ম্মার্থ এই—“ওয়াটসন আর ইহলোকে নাই, আমরা তাহার এই শোচনীয় অকাল-মৃত্যুতে সকলেই ব্যথিত ও সন্তপ্ত হইয়াছি। তাহার স্তায় নিঃস্বার্থ প্রকৃতির লোক অতি দুলভ । কোম্পানীর কার্য্যসাধনে, তিনি জীবনব্যাপী চেষ্টা করিয়া গিয়াছেন। হায় ভাগ্য । পলাশীর সঙ্কটময় যুদ্ধক্ষেত্রের সমস্ত বিপদ হইতে মুক্ত হইয়া, শেষ কি না তিনি এইরূপে ইহলোক হইতে অপস্থত হইলেন ? তাহার বীরকীর্তি, র্তাহার গৌরবময় বিজয়-কাহিনীর পূর্ণ ফল উপভোগ করিতে পাইলেন না! এই প্রকার মৃত্যুই আমাদিগের মনে মনুষ্যের নশ্বয় জীবনের স্মৃতি পরিস্ফুট করিয়া দেয়।”* এ দেশীয় ভাষাজ্ঞান প্রয়োজন । লর্ড ক্লাইভ—ৰ্তাহার একখানি পত্রে বিলাতের কর্তাদের লিখিতেছেন— “ওয়াটস সাহেব (কাশিমবাজারের কুঠীর অধ্যক্ষ ) আমার সঙ্গে আছেন বলিয়া, আমি বিশেষ উপকৃত বোধ করিতেছি। তিনি বহুদিন এদেশে বাস করিতেছেন। বাঙ্গালীর রীতি-প্রকৃতি ও ভাষাজ্ঞানও তাহার যথেষ্ট । কোম্পানীর প্রধান কৰ্ম্মচারিগণের এরূপ দেশীয় ভাষাজ্ঞানের বিশেষ প্রয়োজন, একথা আমি মুক্তকণ্ঠে স্বীকার করিতে বাধ্য।” f

  • Lord Clive's Letter to Court. Para 5. 22nd August (1757.) t Lord Clive's Letter to Court, Para 2, 23rd December (1757.)