পাতা:কলিকাতা সেকালের ও একালের.djvu/৬৫২

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

ఆSS్చ কলিকাতা সেকালের ও একালের । সেকালের ইংরাজের ও বাঙ্গালীরা বড় বড় বাগান-বাটাতে থাকিতে বড় পছন্দ করিতেন । অনেকে এজন্য সুবিধামত অধিক পরিমাণে জমী জমা করিয়া লইতেন। কলিকাতায় অধিবাসী সংখ্যা যাহাতে বৃদ্ধি হয়, তাহার দিকে দৃষ্টি রাখিয়াই বোধ হয়, কৰ্ত্তারা এইরূপ জমী ৰিলির আয়তন সংক্ষেপের আদেশ প্রচার করিয়াছিলেন । সম্ভবতঃ এই সময়ে ক্রীকৃ-রো হইতে আরম্ভ করিয়া চৌরঙ্গীর জঙ্গল ধিক্লত ভূমিতে প্রজা বসাইবার চেষ্টা করা হইতেছিল। তথন জমীর দর বড় কম ছিল ও জমার হারও খুব সুলভ ছিল। চৌরঙ্গীর প্রথমাদ্ধের জঙ্গল কাটাইয়া বোধ হয় এই সময়ে প্রাচীন কলিকাতা সহরটকে বিস্তৃত ও জনপূর্ণ করিবার চেষ্টা করা হয় ।* কলিকাতার প্রথম ডাক । আদেশ করা হইল—“কলিকাতা ও মুরশীদাবাদের মধ্যে নানাস্থানে জাকচৌকী ও ডাক-পিয়াদা রাখ। হইবে।” এই ব্যবস্থানুসারে—কলিকাতা হইতে মুরশীদাবাদ ও মুরশীদাবাদ হইতে কলিকাতায় ৩০ ঘণ্টার মধ্যে সংবাদদি আসিবার ও যাইবার ব্যবস্থা হইয়াছিল। ধরিতে গেলে, ইহাই কলিকাতার প্রথম ডাক ব্যবস্থা । ভোজপুরী সিপাহী। “জঙ্গী-জোয়ান, এক সহস্র এদেশীয় লোককে কোম্পানীর সিপাহী দলে গ্রহণ করার আদেশ পাওয়ার পর, এক হাজার ভোজপুরী সিপাহী সংগ্ৰহ করা হইয়াছে।” উল্লিখিত উদ্ধতাংশ একটা মন্তব্যের মধ্যে পাওয়া যায়। লর্ড ক্লাইভের দলে, আগে ভেলিঙ্গী বা মন্দ্রিগঞ্জী দেশী সিপাহীর ভাগই বেশী ছিল। তাহারই প্রস্তাৰানুসারে পশ্চিম প্রদেশীয় প্রসিদ্ধ ভোজপুরীদের সেনাদলে গ্রহণ করা হয় । সম্ভবতঃ ইহাই কোম্পানীর আমলের প্রথম হিন্দুস্থানী সিপাহীর রেজিমেন্ট। ... - প্রতি শুক্রবারে বেত্ৰাঘাত । তখনকার ফৌজদারী-বিধি ব্যবস্থাও নূতন ধরণের ছিল। এখন তাহার স্মৃতি মাত্র কেবল পুরাতন সরকারী কাগজ-পত্ৰে দেখিতে পাওয়া যায়। তখন ফৌজদারী মোকদ্দমার আসামীগণের প্রতি, কোন কোন

  • Courts Letter Dated 3rd March, Para 156.