পাতা:কলিকাতা সেকালের ও একালের.djvu/৬৫৩

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

বিংশ অধ্যায় । や>や অপরাধে, বেত্ৰাঘাতের ব্যবস্থা করা হইত। কাহারও প্রতি বা একশত বা বেত, কাহারও প্রতি বা পঞ্চাশ বেত, এইরূপ আদেশ হইত। এই বেত্ৰাঘাতের অপর নাম ছিল—“চাবুক লাগান"। যাহারা চাবুক লাগাইস্ত, তাহাদিগকে—"চাবুক-সওয়ার” বলিত। অপরাধীকে বেত্ৰাঘাত করাই এই সমস্ত চাবুক-সওয়ারের কাজ ছিল। ৫ই এপ্রেল তারিখের প্রোসিডিংস বা কাৰ্য্য-বিবরণী হইতে আমরা দেখিতে পাই—“জমীদার-সাহেব প্রমুখ বিচারকগণ, আসরফ, খ ও মাণিক দাসের অপরাধের বিচার করিয়া তাহাদের সম্বন্ধে প্রতি শুক্রবারে ১০১ একশত এক-ঘা বেত্ৰাঘাতের • ব্যবস্থা করিয়াছেন। আমরা এ দগু কার্য্যে পরিণত করিবার আদেশ প্রদান করিতেছি ।”* এই মাণিক দাস ও আসরফ খাঁ কি অপরাধে এরূপ দণ্ডে দণ্ডিত কয়--তাহার কোন উল্লেখ নাই। তবে তাহারা যে কোনরূপ ফৌজদারী অপরাধের জন্য এরূপভাবে শাস্তি পাইয়াছিল, তাহার আর কোন সন্দেছ নাই । সপ্তাহের অন্য দিনে চাবুক মারিবার ব্যবস্থা না করিয়া, শুক্রবারে কেন যে দগুবিধানের ব্যবস্থা হইল, তাহাও জানিবার কোন উপায় নাই । প্রতি শুক্রবারে তাহদের উপর ১•১ চাবুকের আদেশ হয়। এইরূপভাবে তিন মাস তাহাদিগকে শাস্তিভোগ করিতে হইয়াছিল । ইহার পর আর একটা হুকুম হইতে জানিতে পারা যায়—“ষ্টছ সেখ বলিয়। একজন মুসলমান লস্কর, তাহার স্ত্রী পাটীকে হত্যা করার অপরাধে প্রতি শুক্রবারে এই ভাবে একশত ঘা চাবুক খাইতে আদিষ্ট হইয়াছিল "* লুকাইয়া মদ্য বিক্রয়ের দণ্ড । এক জন আৰ্ম্মিনিয়ান, তাহার লাইসেন্সের অনুমোদিত পরিমাণ অপেক্ষ) অধিক পরিমাণে “অগ্রক-মদ্য” কলিকাতা সহরে আনিয়া গোপনে বিক্রয়ের চেষ্টা করিতেছিল। আদেশ হইল, এইরূপ ভাবে গোপনে আনীত মদ্য, কোম্পানীর লোকে বাজেয়াপ্ত করিয়া লইবে ।f আতসবাজী প্রস্তুতের লাইসেন্স। মইনদি বাজীওয়ালা দরখাস্ত করিয়াছে—“হাউই ব্যতীত অন্তান্ত সকল প্রকার বাজী তৈয়ারী করিবার জন্য সে সরকারের অনুমতি প্রার্থনা করে।”

  • Report of the Select Committee dated 18th February (1758) # Do Do dated March 20th (1758)