পাতা:কলিকাতা সেকালের ও একালের.djvu/৬৫৪

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

কলিকাতা দেকালের ও একালের । 8כ9א এই সমস্ত হাউই দ্বারা সহরের চালাঘরগুলির যথেষ্ট বিপদ সম্ভাবনা। এজন্য তাছাকে অনুমতি দেওয়া যাইতেছে—হাউই ব্যতীত সে অন্তান্ত বাজী প্রস্তুত করিতে পাইবে । * কোম্পানী বাহাদুরের অতিথি-সৎকার। একবার নবাব মীরজাফর, কলিকাতার কোম্পানী বাহাদুরের অতিথ্য স্বীকার করিয়াছিলেন। তাহার জন্ত যে সমস্ত খরচপত্র হইয়াছিল, ক্লাইভের স্বাক্ষরিত তাহার একটা বিস্তৃত হিসাব আছে। সে হিসাবটা আদ্যোপাস্ত তুলিতে গেলে, আমাদের স্থানে কুলাইবে না। খাওয়া দাওয়া, আমোদ-প্রমোদ প্রভৃতি ছাড়া আরও কয়েকট বাব বাবতে প্রায় পঞ্চাশ হাজার টাকা ব্যয় হইয়াছিল। সে বাবগুলি এই—১৫ জোড়া পিতলের দেওয়ালগিরি ২২• কোট হাউস বাড়ীতে মন্ত খরচ–৭৬৯\ টাকা। নবাবের জন্ত একটী কাফ্রি-ক্রীতদাস খরিদ বাবত ৫ • - টাকা । সওগাদবাহী ভৃত্যদিগের পুরস্কার ৩১০২ টাকা, ১৫ বাক্স গোলাপজল—৩৯৭২ টাকা। নবাবের প্রাসাদে ব্যবহারের জন্য ৭• মণ মোমবাতি—৩৪৩ টাকা। ৬. পাউণ্ড মসীপট্টন চুরুট-৫••২ টাকা, দুই মণ ভিনিগার ৮০ টাকা, ৫ মণ কাফি —৩৩২ টাকা । ধোপ-নাপিত ও দজ্জির মেহনত আনা । ১৭৫৫ খ্ৰীঃ অব্দে ধোপা-নাপিত ও দর্জিরা তাহাদের কার্য্যের জন্ত যে মেহনত আন লইত, তাহার সহিত তুলনায় বৰ্ত্তমানে ( ১৭৬০ খৃঃ অব ) তাহার চারি গুণ দাবী করিতেছে। এজন্য আদেশ করা হইতেছে, আগামী ১লা এপ্রিল ( ১৭৬• খৃঃ অঞ্চ ) হইতে তাহারা নিম্ননিদিষ্ট হারে মেহনত আনা পাইবে । ইহার অতিরিক্ত দাবী করিতে পারিবে না। (১) জামা তৈয়ারি করিবার সেলাই খরচ তিন আনা। (২) চারিদিকে বর্ডার দেওয়া জামার সেলায়ের মজুরী সাত আন । (৩) ১টা অঙ্গরাখার মজুরী দুই আনা । * ---. ( s ) এক কুড়ী কাপড় কাচিবার জন্য ধোপা সাত পণ কড়ি পাইবে । ( e ) একজন লোককে ক্ষেীর করিবার জন্য নাপিত সাত গগু কড়ি পাইবে। f

  • Proceedings dated 5th, 9th April and 14th May (1757). + Do Do 27th March ( 1760 ). -