পাতা:কলিকাতা সেকালের ও একালের.djvu/৬৬৮

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

ఆపిల কলিকাতা সেকালের ও একালের । কমাপ ঘোষ পীতাম্বর শেঠ চুড়ামণি দত্ত রামচাদ ঘোষ বিনোদবিহারী শেঠ कूक्ष्$ॉन शङ श्रृंझग्न झांकनशब्रि ' ' গুরুচরণ শেঠ রামনিধি ঠাকুর পূর্ণানন্দ বসাক নীলাম্বর শেঠ বিশ্বনারায়ণ ঠাকুর BBBBiDSBBBBBBSBtYDtS দেশীয় কৰ্ম্মচারীরাই এইরূপ বেনীর প্রধান উপলক্ষ্য। কিন্তু লাভের অংশ দেশীয়গণই ভোগ করে। আমি শুনিয়াছি, এই সমস্ত ইংরাজ কৰ্ম্মচারী ও বেনিয়ানেরা আট আনা হইতে বার আন পৰ্য্যন্ত হারে কলিকাতার জমী সমূহ জমা লইয়াছে। কিন্তু অন্য প্রজাগণ, সেই স্থলে ২• হইতে ২৭০ পর্য্যস্ত খাজনা দিয়া থাকে। আমি যেরূপ বিবরণ ংগ্ৰহ করিতেছি—তাহাতে বোধ হয়, ভবিষ্যতে এই সমস্ত জমী থাসে আনিয়া পুনরায় বিলি করিলে, কোম্পানীর জমীদারীর আয় বাৎসরিক চোঁদ পনর লক্ষ টাকা হইতে পারে। বড়ই দুঃখের বিষয়, যে কোম্পানীর নিজের কৰ্ম্মচারিগণই তাহাদের প্রভুর এইরূপ সৰ্ব্বনাশ করিতেছেন।”* আমরা পূৰ্ব্বে এ সম্বন্ধে অনেক প্রমাণ উদ্ধত করিয়াছি। বহুকাল হইতেই এই প্রথা চলিয়া আসিতেছিল। কিন্তু লর্ড ক্লাইভের আমলে এ সম্বন্ধে একটা আমূল পরিবর্তন সংঘটিত হয়। আট আনা করিয়া কলিকাতার জমীর বিঘা বিলি—এখনকার কালে এক অদ্ভূত ঘটনা। রায়তের উপর কোম্পানীর দয়া । মহারাজ নবকৃষ্ণ ও গোকুল মিত্র উভয়ে মিলিয়া ১৭৬৭ খৃঃ অন্ধে চব্বিশ পরগণা ও খাস কলিকাতা ও ডিহি কলিকাতার জমীগুলি বাৎসরিক তের লক্ষ টাকা রাজস্ব দিবার অস্বীকারে, কোম্পানী বাছাছুরের নিকট জমা লইবার প্রস্তাব করেন। কিন্তু গবর্ণর ও কৌন্সিল, ঐ প্রস্তাব সম্বন্ধে নানাদিক দিয়া বিচার করিয়া, যে সিদ্ধান্তে উপনীত হইয়াছিলেন, তাহা এই—“দেশের মধ্যে নবকৃষ্ণের অবস্থা ও ক্ষমতা আজকাল যেরূপ হইয়াছে, তাহাতে র্তাহাকে ও র্তাহার সহযোগী গোকুলকে প্রস্তাবিত স্বত্বাস্থসারে জনী জমা দেওয়া যাইতে পারে না। এরূপ করিলে, রায়তের অত্যাচার ভয়ে ভীত হইবে। কোন দেশীয় ব্যক্তিকেই অতিরিক্ত ক্ষমতা দেওয়া উচিত নহে। এইজন্য নবকৃষ্ণ ও গোকুলকে এই জমীসমূহ

  • Proceedings of the Council dated 19th Jaunary 1767.