পাতা:কলিকাতা সেকালের ও একালের.djvu/৬৮১

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

একবিংশ অধ্যায়। ৬৩৭ হেষ্টিংসের আমলের প্রধান প্রধান রাজনৈতিক ঘটনা, বাঙ্গালার ইতিহাসের পৃষ্ঠায় লিপিবদ্ধ আছে। এই সমস্ত ঘটনার পুনরবতারণা এস্থলে নিম্প্রয়োজন। তাহার সহযোগী সদস্যগণের মৃত্যুতে, হেষ্টিংস যথেষ্ট ক্ষমতাপন্ন হইয়া উঠিলেন। বঙ্গের রাজস্ব ও বিচার-বিভাগ সম্বন্ধে, সমস্ত ব্যবস্থা সমাপ্ত করিয়া তিনি কলিকাতার অভ্যস্তরীণ সৌন্দৰ্য্য-বৃদ্ধিকল্পে মনোযোগ প্রদান করেন। তাহার আমলের দুইটা কীর্তি এখনও অক্ষতভাবে দণ্ডায়মান। ইহাদের একটা বৰ্ত্তমান সেন্টজন বা পাথুরিয়া-গির্জা—দ্বিতীয় এসিয়াটিক-সোসাইটী। সেন্টজন-গির্জা যে জমীতে অবস্থিত, তাহা মহারাজ নবকৃষ্ণ বাহাদুরের জমী। হেষ্টিংস চেষ্টা করিয়া নবকৃষ্ণের নিকট হইতে এই জমী টুকু অধিকার করিয়া, গির্জা নিৰ্ম্মাণের জন্য প্রদান করেন । আজও তাহার স্বহন্ত লিখিত এই জমী-দানপত্র উক্ত গির্জার মধ্যে সযত্বে রক্ষিত। এই দানপত্রে হেষ্টিংস, মহারাজ নবকৃষ্ণের ধৰ্ম্মার্থে দান ও সৌজন্যতার বিশেষ প্রশংস৷ করিয়া গিয়াছেন। হেষ্টিংসের চেষ্টায়, বৰ্ত্তমান এসিয়াটিক-সোসাইটার প্রাণ-প্রতিষ্ঠা হয় । এই সোসাইটীর দ্বারা ভারতের প্রাচীন ইতিহাস উদ্ধারের কিরূপ সহায়তা হইয়াছে—তাহা সুধীমাত্রেই জানেন । সোসাইটর সদস্যগণ, ওয়ারেণ হেষ্টিংসকে এই সভার মুরুব্বি বা “পেটু৭” নিৰ্বাচিত করেন। প্রাচ্য ভাষণমুশীলনের উৎসাহ-দান কল্পে, হেষ্টিংস যথেষ্ট চেষ্টা করিয়াছিলেন। তিনি নিজে উর্দু ও পারসী খুব ভালরূপ জানিতেন । সংস্কৃত জানিতেন কি না, তাহ ঠিক জানি না । তাহার প্রস্তরমূর্তি যাহা এখন কলিকাতা টাউনহলে সুরক্ষিত—তাহার এক পাশ্বে একজন পণ্ডিত ও অপর পাশ্বে একজন মৌলবীর প্রতিমূর্তি আছে। হেষ্টিংসের অনুরোধে, স্বনামখ্যাত স্যর উইলিয়ম জোন্স সাহেব এই এসিয়াটিক-সোসাইট সভার সভাপতির পদ গ্রহণ করেন। হেষ্টিংসের সহিত, কলিকাতার উপকণ্ঠবৰ্ত্তী আলিপুরের স্মৃতি ওতপ্রেতি ভাবে বিজড়িত। এই আলিপুরেই হেষ্টিংস সাহেব বহুদিন বাস করিয়াছিলেন। তাহার বাস-ভবন—আজও “হেষ্টিংস-হাউস” নামে পরিচিত। এই বাড়ীটি লর্ড কর্জনের চেষ্টায়, নবভাবে সংস্কৃত হইয়াছে। ইদানীং ইহা কলিকাতায় সমাগত, ভারতীয় সামন্তরাজগণের আবাস মধ্য দিয়া যে দেবদারু-বৃক্ষ শোভিত একটা বক্স চলিয়া গিয়াছে, ইহারই সান্নিধ্যে এই দ্বন্দ যুদ্ধ হয়। এই জন্য এই দেবদারু-ফটক Duel Avenue নামে এখনও পরিচিত । 1ঠ দ্বন্দ যুদ্ধে ফ্রন্সিস, হেষ্টিংসের গুলিতে আহত হন।