পাতা:কলিকাতা সেকালের ও একালের.djvu/৬৯১

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

একবিংশ অধ্যায়। ৬৪৫ আততায়ীর সহিত দ্বন্ধ-যুদ্ধে প্রবৃত্ত হইতেন। তরবারি এবং অধিকাংশ স্থলে । পিস্তল লইয়া এই যুদ্ধ হইত। এই যুদ্ধক্ষেত্রে উভয় পক্ষের নির্বাচিত এক একজন সহকারী বা second থাকিতেন। ইর্ষার দেখিতেন, যুদ্ধার্থীগণের মধ্যে কেহ কোনরূপ আন্তায় ব্যবহার করিতেছেন কিনা ? এই ব্যাপারে যে কোন পক্ষ আহত হইতেন, তাহার দলের লোক তখনই তাহীকে উঠাইয়া লইয়া আসিতেন। তখনকার আইনে এরূপ বন্দযুদ্ধ-প্রথা দূৰণীয় ছিল না। আলিপুরে, গবর্ণর হেষ্টিংসের সহিত যখন র্তাহার মন্ত্ৰীসভার সদস্ত ফ্রান্সিসের দ্বস্বযুদ্ধ হয়, তখন কর্ণেল পিয়াস, হেষ্টিংসের “সেকেণ্ড” ৰ সহকারী ছিলেন । কর্ণেল ওয়াটসন, ফ্রান্সিস সাহেবের সহায়তা করেন। এই কর্ণেল ওয়াটসন, কোম্পানী-বাছাছুরের সেনাবিভাগের একজন পদস্থ কৰ্ম্মচারী ছিলেন। খিদিরপুরের গবর্ণমেন্ট ডকুইয়ার্ড, ইহারই প্রতিষ্ঠিত। খিদিরপুরে তিনি একটী বাজার বা গঞ্জ প্রতিষ্ঠা করেন। এই বাজার আজও “ওয়াটগঞ্জ” বলিয়া সাধারণে পরিচিত। সেকালের গাড়ী ঘোড়া । একটা ফিটন, একটা চার-স্প্রিংওয়াল বগী, আর একখানি দুই প্রিংওয়ালা বগী, একখানি সুন্দর পাল্কী (Lady's Palanquin) রাধাবাজারে মিঃ ম্যানের দোকানে বিক্রয়ার্থে মজুত আছে। এই মালগুলি সমস্তই নূতন । ( 6-8-1784 ) * এই বিজ্ঞাপন হইতে দেখা যায়, তখনকার দিনে বগী, চিরেট ও পঞ্জীৱ ব্যবহারাদি বেশী ছিল। সেকালের বেঙ্গলব্যাঙ্ক । সেকালে (১৭৮৪ খৃঃ) কলিকাতার একটা বেঙ্গল-ব্যাঙ্কের অস্তিত্ব ছিল। বৰ্ত্তমান বেঙ্গলব্যাঙ্ক, তাহারই উত্তরাধিকারী কিনা, তাহ ঠিক বলিতে পারি না। তখন টিপুস্বলতানের সুস্থিত ইরাজের যুদ্ধ চলিতেছিল। এই যুদ্ধে অনেক ইংরাজ-সেনা, টিপূর হস্তে বী হয়। টিপু, পরিশেষে তাহাজের স্বাধীনতা দান করেন। এই যুদ্ধে যাহারা মরিয়া গিয়াছিল, তাহীদের পরিবারবর্গের ও ভূস্থ সেনাগণের সাহায্যার্থে, একটা টানার ভাণ্ডার খোলা হয়। সমস্ত চাদার টাকা "বেঙ্গল ব্যাঙ্কে” গচ্ছিত রাখা হইয়াছিল ও এই বেঙ্গল ব্যাঙ্ক গৃছেই ট্যদাদাতাগণের সভা হইয়াছিল (ay-g-ry24 )