পাতা:কলিকাতা সেকালের ও একালের.djvu/৬৯৭

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

७कदिश्यं अर्थjग्नेि ? യ്ക്ക് কোন লোকৰ শ্রেণী বিশেষের অভিনয় দেখাইতেন। একটা ছদ্মবেশধারী নৃত্যের (Masquarde) সম্বন্ধে নিম্নলিখিত বিবরণটা প্রকাশ হয় । “গত সোমবার রাত্রের “মঙ্কারেড” অতি সুন্দরভাবে হইয়া গিয়াছে। গৃহ সজ্জা ও আলোকের বন্দোবস্ত অতি সুন্দর । নিম্নলিখিত অংশাতিনয়গুলিই অতি সুন্দর হইয়াছিল। (১) ছুইটী জিঙ্গী, (২) ফরাসী বাবু ও বিবি, (৩) একজন বাঙ্গালী ভদ্রলোক ও র্তাহার স্ত্রী, (৪) তিনজন জাহাজী গোরা, (৫) এক মুনারী গোয়ালিনী, (৬) এক নাগা-সন্ন্যাসী (খুব ভাল হইয়াছিল), (৭) এক ইহুদী, (৮) এক পাহারাওয়ালা, (৯) একজন cgi? (Joghee), (» «) gruft গোরা, (১১) এক মেথরাণী (A Methrany) (খুব ভাল হইয়াছিল), (১২) এক একজন স্ববাদার, ( ১৩ ) একজন মুন্সী। ইহা ব্যতীত অনেক মোগল, পাঠান ও পারসীর ভূমিকা। পাঠক ইহা হইতে দেখিতে পাইবেন, সেকালের সাহেবেরা ছদ্ম-আনন্দ-নৃত্যে, যোগী, নাগা, ফকির, মেথরাণী, সুৰেদার, মুন্সী প্রভৃতির ভূমিকা অভিনয়ে আনন্দ উপভোগ করিতেন । ময়দানে বেলুন বাজী । গত শুক্রবার রাত্রে, মিঃ উইন্টল রাত্রি আটটা নয়টার সময়, একট বেলুনে চড়িয়া শূন্তে উঠেন। এসপ্লানেড হইতে উঠিয়া, কিয়ৎক্ষণ পূন্তভ্রমণের পর, তিনি পুনরায় জুতলে অবতরণ করেন। তিনি প্রায় পোয়টাক মাইল উপরে উঠিয়াছিলেন। আবার আগামী সোমবার, তিনি ঐ সময়ে বেলুন যাত্রা করিবেন। )84 לרכושו( গভর্ণর ওয়ারেণ হেষ্টিংসের মালামাল বিক্রয়। আগামী ৭ই মার্চ সোমবার (১৭৮৫) ওল্ড-কোর্ট-হাউস বাড়ীতে, প্রকাখ নিলামে, ভূতপূৰ্ব্ব গবর্ণর-জেনারেল ওয়ারেণ হেষ্টিংস সাহেবের মালামাল সমূহ বিক্রয় করা হইবে । সে মালগুলির সংক্ষিপ্ত তালিকা এই—(১) রৌপ্যের-বাসন ও প্লেট প্রভৃতি, (২) টেবিল চেয়ার কোঁচ ইত্যাদি, (৩) অয়েলপেটি ও টিল-প্রিন্টস, ( s ) একটা বড় অর্গান বা সংগীতযন্ত্র, ( e ) কারুকার্য্য-খচিত ঘোড়ার সাজ, (৬) কারুকাৰ্য্যময় ছাতীয়-হাওদা, (৭) কয়েকখানি ঝালরদার-পান্ধী, (৮) কাপেট ও সতরঞ্চ ১ দফ, (১) ফিলচেরা বা সখের দেশ ভ্রমণ-নৌকা, (১- ) কতকগুলি তা জার নানাবিধ ԵՔ