পাতা:কলিকাতা সেকালের ও একালের.djvu/৬৯৯

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

একবিংশ অধ্যায়। txt', যে সকল ভদ্রলোক ঘোড়া গাড়ী রাখেন, তাহাদিগকে ৰোড়ার খোরাক লইয়া, মধ্যে মধ্যে বড়ই বিভ্রাটে পড়িতে হয়। সহিল, সরকার ७ भूतैौ oहे ङिम cवंगैौद्र cणां८क छक्कोख् कब्रिब्रा, मांनांब्र नब्र छज्जांश्छ। ८णग्न । অনেক সময়ে নিয়মিতরূপে পাওয়াও দুর্ঘট হইয়া উঠে। এজন্য আমি জন-সাধারণের সমক্ষে প্রস্তাব করিতেছি—যদি তাহারা আমার নিকট র্তাহীদের নামধাম ও প্রয়োজনীয় দানার পরিমাণ লিখিয়া পাঠান, তাহ হইলে আমি নিয়মিতরূপে প্রতি সপ্তাহে, প্রতি মাসে বা প্রতি ছয়মাস অন্তর, তাহীদের ঘোড়ার খোরাক যোগাইতে পারি। খরিদারের সংখ্যা বৃদ্ধি ন হইলে, আমি একাৰ্য্যে অগ্রসর হইতে পারিতেছি না। ধাহারা এইভাবে, নিৰ্দ্ধারিত দরে আমার নিকট হইতে দানা লইয়া—আমায় উৎসাহিত করিতে ইচ্ছুক, তাহারা ত্বরায় নাম ধাম ও ঠিকানা পাঠাইয়৷ বাধিত করিবেন ।” - রামরতন ঠাকুরের ভাড়াটিয়া বাড়ী। “নৃতন কোর্ট হাউসের নিকট এসপ্লানেডে, যে মুনার বাড়িটার ভাড়া আগে মাসিক ছয় শত টাকা ছিল, তাহ পাচ শত টাকা করিয়া দেওয়া হইয়াছে। বাটার স্বত্বাধিকারী রামরতন ঠাকুরের নিকট আবেদন করুন।” এই বিজ্ঞাপনে বর্তমানে প্রচলিত “Tagore’ শব্দটাই ব্যবহৃত হইয়াছে। সেই সময়ে ঠাকুর-গোষ্ঠীর অবস্থা যে উন্নত ছিল, তাহা এই বিজ্ঞাপন হইতেই প্রমাণ হইতেছে। সেকালের কলিকাতা মিউনিসিপ্যালিটী । ওয়ারেণ হেষ্টিংসের আমলে, পলাশী-সমরের ২৮ বৎসর পরে, কলিকাতায় বৰ্ত্তমান মিউনিসিপ্যালিটীর মত কোন কিছু ছিল না বটে, তবে তখন পুলিশ কমিশনারদের অধীনে—একটী ময়লা-ফেলা বিভাগ” ষে স্থাপিত হইয়াছিল—তাহ নিম্নলিখিত আদেশপত্র হইতে প্রকাশ । ১৭৮৫ খ্ৰীঃ অব্দে ৯ই জুম তারিখে নোটিশ দেওয়া হয়—”কমিশনার অব পুলিশ, সহরের ময়লা পরিষ্কার করিবার জন্য কতকগুলি নুতন বিধান প্রচলিত করিয়াছেন । সেগুলি সাধারণের জ্ঞাপনার্থে প্রকাশিত ইল। এই বিভাগ মিঃ জোসেফ সেরবোরণের তত্ত্বাবধানে খোলা ইষ্টল । তাহার নিজ-প্রতিষ্ঠিত বাজারের, এক হইতে তিন নম্বৱ কামরাঙ্ক