পাতা:কলিকাতা সেকালের ও একালের.djvu/৭০০

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

&Ꮤ%e : কলিকাতা সেকালের ও একালের । “স্কাণ্ডেঞ্জার-অফিস" স্থাপিত হইয়াছে। সহরের जरियानिजमा जान्तानी যাইতেছে—মহামান্য গবর্ণর জেনারেল ও কৌদিলের আদেশে এ সম্বন্ধে নিম্নলিখিত আইনগুলি গঠিত হইয়াছে।” (১) সমগ্র সম্বর ৩১টী থানায় বিভক্ত হইল । প্রত্যেক অংশই এক" একজন স্বতন্ত্র থানাদারের অধীন। (২) সাহেবী-পল্লীতে সাতটা থানা স্থাপিত হইল। প্রত্যেক থানার অধীন চারিখানি ময়লা ফেলা গাড়ী থাকিবে। দেশীয়-পল্লীর থানাগুলির প্রত্যেকের অধীনে, দুইখানি করিয়া ময়লা-ফেলা গাড়ী রাখিবার ৰনোগবস্তু হইয়াছে। ( ৩ ) ময়লা-সাফ সম্বন্ধীয় দরখাস্ত, প্রত্যেক থানার কৰ্ম্মচারিগণকে দিতে হইবে। ইহাতে যদি নিযুক্ত কৰ্ম্মচারীরা কোনরূপ মনোযোগ প্রদান না করে, তাহা হইলে সুপারিস্টেণ্ডেণ্ট-জেনারেল সাহেবের নিকট দরখাস্ত দিলেই কার্য্যোদ্ধার হইবে। ( s ) বর্তমানে রাস্তায় ময়লা-ফেলা ড়েন, প্রভৃতি সম্বন্ধে যে আইন প্রচলিত আছে, তাহাই পূর্ণভাবে বলবৎ রহিল। এই ৩১ট থানার নাম হইতে সহরের তৎকালীন বিভাগগুলির পরিচয় পাওয়া যায়। এজন্য কেবল থানার নামগুলিই উদ্ধত করিলাম। প্রত্যেক থানার পার্থে সে সমস্ত থানাদারের নাম আছে, তাহ উদ্ধত করিতে গেলে পুথি ৰাড়িয়া যায়। তবে পাঠক এইটুকু জানিয়া রাখুন, সেকালের থানাদারদের অধিকাংশই মুসলমান । ১৭৮৫ খ, অব্দে কলিকাতা সহরের ৩১ট থানার নাম । ১ - আৰ্ম্মিনিয়ান চার্চ ৯ চীনাবাজার ২ . ওল্ড ফোর্ট (পুরাতন দুর্গ) ১• চাদনী-চক - ৩ চাদপাল ঘাট ১১ তুরুলবাজার (?) ৪ লালদিঘির দক্ষিণদিক ১২ গেীমাপুকুর (?) e , ধৰ্ম্মতলা " চড়কডাঙ্গা, , g ওল্ড কোর্ট-হাউস ১৪ শিমলাবাজার , ডোমতলা (?) ১৫ নুন-লঙ্কা-বাজার (? ) ৮ আমড়াগলি পঞ্চাননতলা , ১৬ মলঙ্গ পটলডাঙ্গ ।