পাতা:কলিকাতা সেকালের ও একালের.djvu/৭০৭

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

দ্বাবিংশ অধ্যায় । ৬৬৯ ” লর্ড কর্ণওয়ালিস ও স্তরঞ্জন শোরের আমল। (১৭৮৯–৯৮ পর্য্যন্ত দশ বৎসরের কথt) to, দুর্ভিক্ষ সম্বন্ধে প্রতিকার। গভর্নর-জেনারেল বাহাদুর অনুসন্ধান দ্বারা জানিতে পারিয়াছেন – যে কলিকাত সহর, মুরশিদাবাদ ও ঢাকায় শস্যাদির মূল্য বুদ্ধি হইয়াছে। এইজন্ত কৌন্সিলের সহিত মন্ত্রণাক্রমে, গবর্ণর-জেনারেল বাহাদুর নিয়লিথিত আদেশ প্রচার করিতেছেন। গবর্ণমেণ্টের বিশ্বাস, এই প্রকর ব্যবস্থায় উক্ত স্থান সমূহে—শস্তের মহার্ঘতা দূর হইতে পারে। আদেশ করা হইল—কলিকাতা মুরশিদাবাদ ও ঢাকা প্রভৃতি সহরে সে সকল স্থানে চাউলের গঞ্জ ও আড়ত আছে—সেই সকল স্থান হইতে সরকারের প্রাপ্য কোনরূপ টোল, ডিউটী ও কষ্টম আদায় করা হইবে না। যতদিন না শস্তের মূল্য চলিত অবস্থায় আসে, ততদিন পর্য্যস্ত এই ব্যবস্থা বলবৎ থাকিবে। এজন্য কষ্টম-অফিসার ও জেলার-জজ সমূহকে আদেশ দেওয়া যাইতেছে, তাহারা যেন এ বিষয়ে বিশেষ দৃষ্টি রাখেন। আমদানী ও রপ্তানী উভয় ক্ষেত্রেই, এই গুৰু ও বাবসমূহ পরিত্যক্ত হইবে। কোম্পানীর উল্লিখিত কৰ্ম্মচারীরা, যদি জানিতে পারেন, যে গঞ্জের দারোগারা জুলুম করিয়া এই সমস্ত স্থানে টেলি প্রভৃতির টাকা আদায় করিতেছে—কিম্বা এই আদেশের বিরুদ্ধে কাজ করিতেছে—তাহা হইলে এই সকল স্থলে তাহারা যত টাকা ওs আদায় করিবে, কোম্পানীর ভারপ্রাপ্ত কৰ্ম্মচারী তাহার দশগু৭ টাক তাহাদিগকে জরিমানা করিতে পরিবেন। এরূপ শোনা গিয়াছে—যে এই প্রকার দুর্ভিক্ষের সময়, অনেক মহাজন ও গোলদারগণ অধিক পরিমাণে শস্ত কিনিয়া গোলায় সঞ্চয় করিয়া রাখে, পরে সুযোগ বুঝিয়া, তাহা খুব চড়া দামে বিক্রয় করে। এই নোটিশ দ্বারা জানান যাইতেছে, যদি কেহ এরূপভাবে-শস্তাদি চড়া দামে বিক্ৰী করে, কিম্বা আরও দর চড়াইবার জন্য শস্যাদি আটক করিয়া রাখে—কোম্পানী-বাছাছুরেন্থ ভারপ্রাপ্ত কর্মচারীরা, তাহ জানিতে পারিলে—তাহাদের সমস্ত শস্ত বাজেয়াপ্ত করিয়া লইতে পরিৰেন। ( ফোর্ট উইলিয়ম-১।২।১৭৮৮)