পাতা:কলিকাতা সেকালের ও একালের.djvu/৭২৪

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

কলিকতা সে কালের ও একালের । و سob\ - ছদ্মবেশে এই সমস্ত রাহাজানি করিয়া থাকে, তাঙ্গরও প্রমাণ পাওয়া গিয়াছে। সম্প্রতি ফোট-উইলিয়ামের দুর্গের কয়েকজন গোরা-সৈনিককে, এই ব্যাপারে জড়িত বলিয়া প্রমাণ হওয়ায়, সাধারণকে জানান যাইতেছে— যাহাদের জিনিস পত্র খোয়। গিয়াছে, তাহার কলিকাতা সহরের প্রতিনিধি ম্যাজিষ্ট্রেট সাহেবের নিকট উপস্থিত হইয়া অভিযোগ উপস্থিত করিবেন। কলিকাতা হইতে কাশা। সেকালের জেনারেল পোষ্টফিসের ২২ মার্চ ( ১৭৯৬) তারিখের এক নোটিশ হুইতে জানা যায়, পোষ্ট্রাল-ডিপার্টমেণ্ট, কলিকত। হইতে পাটন। ও বেনারস যাতায়াতের সম্বন্ধে আর একটা মৃতন বন্দোবস্ত করিয়াছিলেন । “সাধারণকে জানান যাইতেছে—সকৌন্সিল গবৰ্ণর-জেনারেল বাহছরের আদেশে, কলিকাতা হইতে বেনারস ও পাটনা পর্য্যন্ত পুনরায় ডাক বসান হইয়াছে । ভাড়ার নিয়ম এক্ট – কলিকণত৷ হইতে বারাণসী—৫০ • সিক্ক টাকা । কলিকাতা হইতে পাটনা—-৪ = ০ לל যাহার এই পথের মধ্যে অন্স কোন মধ্যবর্তী স্তানে যাইতে ইচ্ছা করেন, র্তাহাদিগকে মাইল হিসাবে এক টাকা দুই আনা ভাড়া দিতে হইবে । এক ক্রোশের ভাড়া দুই টাকা চারি অনা । ডাকবেঙ্গার ভাড়া লইবার জন্য, পোষ্টমাষ্টার জেনারেল ( জেনারেল পোষ্ট-আপিস ) বলিয়া দরখাস্ত করুন । বারাণসী, পাটনা, চৌসা প্রভৃতি স্থানের পোষ্ট-মাষ্টারদিগের নিকট আবেদন করিলেও চলিবে । র্যাহার। কলিকাতা হইতে বারাণসীর মধ্যপথে কোন ঃেসনে অবতরণ করিবেন, পোষ্টমাষ্টারকে পূৰ্ব্বে জানাইলে, তিনি ডাকবেঙ্গর বন্দোবস্ত ও যাইবার ভাড়া ঠিক করিয়া দিবেন। তখনকার দিনে কাশী যাইবার ভাড় ছিল পাচশত টাকা । এখনকার দিনে থার্ড-ক্লাশে পাঁচটা টাক। দিলেই কাশী যাওয়া হয় । সেকালে যাহারা খুব বড়লোক, তাম্বারা ভিন্ন কাশী যাইতে অপরে সক্ষম হইতেন না। تمد عي মহারাজ নবকৃষ্ণের দান । নিম্নলিখিত পত্ৰখানি আমরা অবিকল নিম্নে উদ্ধত করিলাম। সেন্টজন