পাতা:কলিকাতা সেকালের ও একালের.djvu/৭৩০

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

৩৯২ কলিকাতা সেকালের ও একালের । মুখময় ঠাকুর ইতিপূর্বেই পলায়ন করেন। এই ব্যাপারে, তাহার দুইজন ভৃত্য ও একজন দরোয়ান নিহত হয়। মুসলমানদের পক্ষে অনেকে আহত হইয়াছিল।” সুপ্রীমকোর্টে, মিঃ জষ্টিস হাইডের নিকট, এই মোকদ্দমার বিচার - হইতেছে। জজের নিকট সুখময় ঠাকুর এফিডেবিট করিয়া বলিয়াছেন, র্তাহার বাট হইতে লুষ্টিত অনেক মালামাল, মুসলমানের নিকটস্থ এক মাদ্রাসায় লুকাইয়া রাখিয়াছে। এজন্য জজ বাহাদুর* সার্চওয়ারেন্টের আদেশ দেন। শুনিতে পাওয়৷ যাইতেছে, অনেক অপহৃত দ্রব্য, এইস্থানে পাওয়। গিয়াছে ও অনেক গুলি দাঙ্গাকারী, পুলিসের হস্তে ধৃত হইয়াছে। মছিবাজারে ; মেছুয়াবাজারে ? ) কানাই-বৈরাগীর বাটও এইরূপে লুঠ করিবার চেষ্টা করা হয়, কিন্তু কোম্পানীর সিপাহীরা আসিয়া পড়ায়, দুবৃত্তের; পলায়ন করে । সহরের মধ্যে শাস্তি-স্থাপনের জন্য, কোম্পানী-বাহাদুর নানাস্থানে সিপাহী পাহারার বন্দোবস্ত করিয়া দিয়াছেন । কালিদাসের শকুন্তলা। সুপ্রীমকোর্টের মহানুভব বিচারক-—পণ্ডিতশ্রেষ্ঠ, স্যর উইলিয়ম জোন্স মহোদয় প্রাচীন হিন্দু-নাটক শকুন্তল ( Fatal Ring ) ইংরাজী ভাষায় অতুবাদিত করিয়া মুদ্রিত করিয়াছেন। ইহার বিক্রয়লব্ধ অর্থ, অসমর্থ অধমণদের ( Insolvent IDebtors ) উদ্ধারের জন্য ব্যয়িত হুইবে, জজ-বাহাদুর এইরূপ অভিপ্রায় প্রকাশ করিয়াছেন। র্তাহার এ মহত্ত্বময় দীন প্রশংসনীয়। সার উইলিয়ম জোক্ষকে ভগবান, আদর্শ মাতৃসারাপে তুষ্ট কলিয়াছিলেন। তাহীর পাণ্ডিত্য ও গবেষণা যেরূপ অদ্বিতীয়, নিরপেক্ষ বিচার পদ্ধতি ও অপরাধীর প্রতি দয়াও সেক্টরূপ অতুলনায় । তিনি অতিশয় শান্ত প্রকৃতির লোক হইলেও, কলিকাতার চোর-বদমায়েসের তাহার নামে ভয়ে কাপিত। হিন্দু-আইন ঘটিত ব্যাপারের বিচার সময়ে, তিনি একজন পণ্ডিতের সাহায্য লইতেন । অক্ষম সোত্রহীন আসামীরা, তাঙ্গর অাদেশেই জেলে প্রেরিত হইত, কিন্তু তিনি সঙ্গে সঙ্গে তাঁহাদের জরিমানার ট’ক প্রভৃতি নিজের পকেট হইতে দিয়া তাহীদের মুক্তির উপায় করিতেও ছাড়েন নাই। S B BBB BBBS BBBB BBBBBB BBBB BBBB BBDDD BBBS