পাতা:কলিকাতা সেকালের ও একালের.djvu/৭৫০

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

৭১০ কলিকাতা সেকালের ও একালের । থিয়েটার সেরাজের কলিকাতা আক্রমণের সময় বর্তমান ছিল। তারপর সেটা উঠিয়া যাওয়ায়, বর্তমান রাইটাস বিলডিংএর পিছনে আর একটা থিয়েটার হয়। ১৮০৮ খ্ৰীষ্টা পৰ্য্যন্ত এই বাটতে থিয়েটার চলে। তাছার পর গোপীমোহন ঠাকুর এই বাড়ি ও ইহার পার্শ্ববর্তী জমীগুলি কিনিয়া লইয়া, একটী বাজার স্থাপন করেন। সেই বাজারের নামকরণ হয়— নুতন চীনে-বাজার। এখনও পর্য্যন্ত এই নাম প্রচলিত । sk_২৭৯৫ খ্ৰীঃ অক্সে ডোমতলায় আর একটা থিয়েটার স্থাপিত হয়। রাতন চীনেবাজারের নিকটস্থ একটি পল্লী ডোমতলা বলিয়া অভিহিত হইত। এইখানে মিষ্টার লেফেডেফ বলিয়া একজন সাহেব, থিয়েটার খোলেন। তাহার নাম ছিল—“মিঃ লেফেডফস, নিউ থিয়েটার।" এই থিয়েটারের একটু বিশেষত্ব আছে। তাছা নিম্নলিখিত বিজ্ঞাপনটা হইতেই প্রকাশিত—বিজ্ঞাপনট এই “গবর্ণর জেনারেল বাহাদুরের সম্মতি অনুসারে মিঃ লেফেডফের থিয়েটার, বাঙ্গালী-ধরণে সজ্জিত করা হইয়াছে। শীঘ্রই এখানে Disguise বলিয়া একখানি নাটকের অভিনয় হইবে। স্ত্রী ও পুরুষ উভয় শ্রেণীই অভিনয় করিবেন। ঐক্যতান-বাদ্যে অনেক হিন্দুস্থানী-গত বাজান হইবে। বিলাতী বাদ্যযন্ত্রের সহিত, সে সকল বাদ্যযন্ত্র বাঙ্গালীদের প্রিয়, তাহাও ব্যবহৃত হইবে। বাঙ্গালীর সর্বজন প্রিয় কবি, ভারতচন্দ্র রায়ের একটা শব্দঝঙ্কার পূর্ণ কবিতার সঙ্গীতাবৃত্তি ङ्हे८द ।* ইহার তিন বৎসর পরে অর্থাৎ ১৭৯৮ খৃঃ অব্দে, কলিকাতায় আরও দুইটী থিয়েটারের নাম শুনিতে পাওয়া যায়। ইহাদের একটর নাম “কলিকাতা থিয়েটার" অপরটার নাম—“হোয়েলার-প্লেস থিয়েটার ।” ইহার পর এই ছটা থিয়েটারের অস্তিত্ব লোপ হয়। তখন চৌরঙ্গী জনপূর্ণ হইয়া উঠিতেছিল। এইজন্ত চৌরঙ্গীতে একটা নূতন থিয়েটার নিৰ্ম্মিত হয়। ইহার নাম হইয়াছিল—“চৌরঙ্গী থিয়েটার”। .১৮১৪ -অৰে ইহার নিৰ্ম্মাণ কাৰ্য্য শেষ হয় । ১৮৩৯ খৃঃ অব্দের মে মাসে ইহা অগ্নিদগ্ধ হইয়। ভস্মীভূত হয় । এই থিয়েটার বর্তমান—“থিয়েটার রোডের” উপর ছিল, এবং তাহ হইতেই “থিয়েটার-রোড" নামকরণ হইয়াছে। ; : ১৮১২ খৃঃ অন্ধে অর্থাৎ একশত বৎসর পূৰ্ব্বে ১৮ নং সার্কিউলার রোডে আর একটী থিয়েটার নিৰ্ম্মিত হয় । তাহার নাম ছিল—“দি এথিনিয়াম।” “আল অব এসেক্স" নামক ঐতিহাসিক নাটক ও Raising the Wind