পাতা:কলিকাতা সেকালের ও একালের.djvu/৭৫৫

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

দ্বাবিংশ অধ্যায় । , ግእ¢ অর্থাৎ শতাধিক বৎসর পূৰ্ব্বে, কলিকাতায় "ইউনিয়ান ইন্‌ক্ষরান্স কোম্পানী” বলিয়া একটা বীমা-কোম্পানীর প্রাণ প্রতিষ্ঠা হয়। এই কোম্পানী কেবল জাহাজ ও জাহাজের মাল বীমার কাজ করিত, জীবন বীমা করিত না । শত বৎসর পূৰ্ব্বে লংক্লথের দাম । “কয়েক থান মুন্ধর লংক্লথ, বিলাত হইতে আসিয়া পৌঁছিয়াছে। , ইছ দীর্ঘকালস্থায়ী হইবে—কেন না বিশেষভাবে অর্ডার দিয়া ইহা প্রস্তুত করান হইয়াছে। প্রত্যেক থানের মূল্য ৫৬ হইতে ১১• সিল্ক টাকা । মিঃ আর, এবট সাহেবের নিকট আবেদন করুন।” ( ১৭৯৫ খৃঃ অদ ) লালবাজারে বাঘ বিক্রি । - ১৭৯৯ খৃঃ অব্দের ১৪ই নবেম্বরের একটী বিজ্ঞাপন হইতে প্রকপশ— ২৩৯ নং লালবাজারে মিঃ স্মিথের দোকানে—একটা Royal Bengal Tiger বা সুন্দরবনের বৃহৎ বাঘ, বিক্রয়ার্থে আনান হইয়াছে। এতদ্ব্যতীত চারি মাস বয়সের দুইটী বাঘের ছানা ও একটা চিতাবাঘও বিক্রয় করা হইবে। গ্রাহকগণ স্বচক্ষে দেখিয়া, বাঘের মূল্যাদি স্থির করুন। বাঘ দেখিবার জন্য, ইহার রক্ষককে আট আনা বক্শিশ দিতে হয়।