পাতা:কলিকাতা সেকালের ও একালের.djvu/৭৬১

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

ত্রয়োবিংশ অধ্যায়। ৭২৩ বাড়ী সমুহের ক্রমিক সংখ্যা বৃদ্ধি ১৭৯৩ খৃঃ হইতে | পাক বাড়ী | কাচা বাড়ী পাকা বাড়ীর মধ্যে একতল,দ্বিতল, ত্রিতল >ba.> 3. 88 NOo ৩৭ ৫১৯ প্রভৃতি বাড়ী ছিল । Abyst o చిe ty N9\రిఎషి কাচার মধ্যে অনেক,ケ8 WObrod. S. গুলির খোলার চাল >" > צ לל צ বাকী খড়ের বা গোল

) ల NSb. t ^ 8 b”ፃ 4 w> পাতার ।

বর্তমানে আমরা প্রাচীন কলিকাতা সম্বন্ধে নানাবিষয়িণী কথার আলোচনা করিব। আইন আদালতের কথা । পাঠক পূর্বে ওল্ড-কোট-হাউসের কথা শুনিয়াছেন। এ নামকরণ হইবার কারণই “মেয়স-কোর্ট” বা ওল্ডকোর্ট। ইংরাজের প্রজাকে, ইংরাজগবর্ণমেণ্টের প্রচলিত বিলাতি-আইন দ্বারা বিচার বিতরণ করিবার জন্যই, এই আদালত স্থাপিত হয় । পুরাতন কোর্ট বাড়িট ব্রোচিয়ার সাহেবের নিৰ্ম্মিত । এই মেয়র-কোর্টে বিচার করিবার জঙ্গ একজন মেয়র ও নয়ঙ্কজ এল্ডারম্যান নিযুক্ত ছিলেন। ইহাদের বিচারই চূড়ান্ত ছিল না। ১৭২৭ খৃঃ অব্দে এ আদালত স্থাপিত হয় । আপীলের মোকদমীর বিচারক ছিলেন প্রেসিডেন্ট-ইন-কাউন্সিল বা স্বয়ং কলিকাতার গবর্ণর সাহেব। ইংলণ্ডীয় আইনানুসারে যে সমস্ত মোকদ্দমার বিচার হইত, সেইগুলিই মেয়র সাহেব করিতেন । - মেয়রের নীচেই ছিলেন–জমীদার সাহেব । তিনি একাধারে কালেক্টার ও ম্যাজিষ্ট্রেট্। এই সাহেব-জমীদার আজকালকার বাঙ্গালী জমীদার বা ভূম্যধিকারী নহেন। এই জমীদার সাহেব, কোম্পানী-বাহাদুরের সেকালের সিবিলিয়ান। ইতিহাস-প্রসিদ্ধ হলওয়েল সাহেব, বহুদিন জমীদারের কাজ করিয়া গিয়াছেন । র্তাহার বাঙ্গালী সহকারী ছিলেন—গোবিন্দরাম মিত্র । নন্দরাম সেন বলিয়া আরও একজন বাঙ্গালী-ডেপুটী হইয়াছিলেন। ইহঁাদের দুইজনের নাম ছাড়া, আরও অনেক বাঙ্গালী জমীদারের নাম পাওয়া যায়। পাঠক তাহ পূর্বেই দেখিয়াছেন । জমাদার, কোম্পানী-বাছাছুরের জমীদারির প্রাপ্য খাজনা, এজার নিকট হইতে আদায় করিতেন। বাঙ্গালীদের মধ্যে সে সমস্ত ছোট