পাতা:কলিকাতা সেকালের ও একালের.djvu/৭৬৩

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

'রয়োবিংশ অধ্যায় ৭২৫ সুরাট, বালেশ্বর, ও বাঙ্গালার নানাস্থানে বিশেষতঃ পাটনা, মালদহ, কাশিমবাজার, কলিকাতা প্রভৃতি কেন্দ্রে তাছাদের কুঠীতে অনেক ইংরাজ কৰ্ম্মচারী কাজ করিতেন। ইহাদের মধ্যে অনেকে “সিভিল ও ক্রিমিঙ্গল” উভয় শ্রেণীর অপরাধ করিত। কিন্তু ইহাদের শাসনকৰ্ত্ত হইতেছেন কোম্পানী বাহাদুর। তখন কোম্পানী, ইংলণ্ডের সম্রাটের নিকট চার্টার বা সনন্দ প্রাপ্ত বণিকসমিতি বই আর কিছু নয়। এজন্য এদেশে ইংরাজগণের বিচার-কার্য্যে, ইংলণ্ডীয়-আইন প্রচলন করিবার জন্য, কোম্পানীর বিলাতের ডাইরেক্টারেরা, বিলাতের পালর্ণমেণ্টের নিকট তিনবার সনন্দ প্রার্থনা করেন। ১৬৬১ খ্ৰীঃ, ১৬৮৩ খ্ৰীঃ, ১৬৮৬ খ্ৰীঃ অব্দের তিন সনন্দের বলে—তাহার এদেশে আদালত স্থাপনের অনুমতি প্রাপ্ত হন। এই জন্য প্রাচীন কলিকাতায় এই মেয়র-কোর্ট, কোট-অব-আয়ার-এও-টার মিনার, কোট-অব-রিকোয়েষ্টস্ প্রভৃতি নানা নামধারী আদালত স্থাপিত হয়। লর্ড ক্লাইভ কর্তৃক কোম্পানীর দেওয়ানী প্রাপ্তি পর্য্যস্ত এই ভাবেই বিচার কার্য্য চলিয়া আসিয়াছিল। তখনকার সরকারী আদালত, নবাব নাজিমের খাসে—তবে তাহাতে ইংরাজের কতক কর্তৃত্ব চলিত । ইহাতে বিচার সম্বন্ধে নানাবিধ বিশৃঙ্খলা হইতে আরম্ভ হয় । শেষ ১৭৭৩ খু: অবোর চার্টারে স্বপ্রীমকোর্টের প্রাণ প্রতিষ্ঠা হয়। এই সময় হইতে কলিকাতায় শাসনকেন্দ্ৰ যেন একটু পাকা রকমের হইল। ওয়ারেণ হেষ্টিংস, বাঙ্গালা ও তৎপার্শ্ববর্তী স্থান সমূহের এবং বিহার ও উড়িষ্যার প্রথম গবর্ণর জেনারেল বা লাট-সাহেব হইলেন । তাহার অধীনে একটী মন্ত্ৰীসভাও স্থাপিত হইল। সুপ্রীমকোটের প্রধান-জজ বা চিফ জষ্টিস ও তাহার সহযোগীগণ বিলাত হইতে নিযুক্ত হইয়া, এদেশে বিচার বিতরণে আসিলেন । - gầntzits? Btw-n, sè-“To protect natives from oppression and to give India benifits of English Law. weste, এদেশীয় লোকদিগকে অত্যাচার হইতে রক্ষা ও তাহীদের ইংলওঁীয় আইনের স্বত্ব ও সুবিধা প্রদান। অবশ্য সুপ্রীমকোর্টের পরবর্তী বিচারকগণের মধ্যে, অনেকেই এদেশবাসীদের যথেষ্ট উপকার করিয়াছিলেন। আজকালও অনেকে করিতেছেন। বর্তমানের উজ্জল উদাহরণ, সৰ্ব্বজনপ্রিয় হাইকোর্টের চিফ জক্টিস স্যর লরেন্স জেঙ্কিন্স। বস্তুতঃ এই সুপ্রীমকোর্ট ছিল বলিয়া, আর ইহার রূপান্তর হাইকোট