পাতা:কলিকাতা সেকালের ও একালের.djvu/৭৭১

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

ত্রয়োবিংশ অধ্যায় ৭৩৩ হাইকোটের বিবরণ যথাস্থানে দেওয়া যাইবে । ১৭৭৪ হইতে ১৮৫৯ খৃঃ অদ পৰ্য্যন্ত যে সমস্ত চিফ-জক্টিস ও পিউনী-জজ সুপ্রীমকোর্টে বলিয়াছিলেন, তাহাদিগের নামের তালিকা নিম্নে দেওয়া হইল চিফ-জষ্টিস সার ইলাইজা ইম্পি—১৭৭৪ * স্যর রবাট চেম্বাস-১৭৯১ * স্যর জন এন্সট্রথার—১৭৯৮ স্যর হেনরি রসেল – ১৮০৬ স্যর এডওরার্ড হাইড ইষ্ট—১৮১৩ স্যর বরাট ব্লসেট—১৮২৩ স্যর ক্রিষ্টোফার বুলার—১৮২৪ স্যর চাল স গ্রে—১৮২৫ স্যর উইলিয়ম রসেল—১৮৩২ সার এডওয়ার্ড রায়ান—১৮৩৩ সার লরেন্স পিল—১৮৪২ সার জেম্স কলুভিলি–১৮৫৬ স্যর বার্লিস পীকক —১৮৫৯

  • চিহ্নিত জজগণ মহারাজ নন্দকুমারের মোকদ্দমার বিচারকরূপে উপবিষ্ট হন। স্যর রবাট চেম্বাস ভবিষ্যতে চিফ-জষ্টিস পদে উন্নীত হইয়াছিলেন।

SAASAASAASAASAASAASAAAS স্যর রবাট চেম্বাস”—১৭৭৪ ষ্টিফেন সিজার লিমেষ্টার--১৭৭৪ - জন হাইড, > ግ ግሩó : স্যর উইলিয়ম জোন্স—১৭৮৩ সার উইলিয়ম ডম্কিন—১৭৯১ স্যর জেমস্ ওয়াটুসন—১৭৯৬ স্যর জন রয়েড স~–১৭৯৭ স্যর হেনরি রসেল -১৭৯৮ স্যর উইলিয়ম বরোজ–১৮০৬ স্যর ফ্রান্সিস ম্যাকনাটন-১৮১৫ স্যর এন্থনি বুলার—১৮১৬ স্যর জন ফ্রাঙ্কস—১৮২৫ স্যর এডওয়াড রায়ন— ১৮২৭ স্যর জন পিটার গ্রান্ট—১৮৩৩ স্যর বি, কে, गTॉशकिन्->४७4 স্যর এচ, ডব্লু, সিটন—১৮৩৮ স্যর আর্থার বটলার—১৮৪৮ স্যর উইলিয়ম কলভিলি–১৮৫৫ স্যর চালর্স জ্যাকসন । ১৮৫৫ স্যর মর্ডান্ট ওয়েলস —১৮৫৯ সেকালের স্বপ্রীমকোটে, দেওয়ানি ও ফৌজদারী মামলা-মোকদম আজকালকার মত এত বেশী না থাকিলেও বারিষ্টারের অভাব ছিল না। যে সকল ইংরাজ তখন এদেশে বারিষ্টারি করিতে আসিতেন, তাহারা অতুল ধনেশ্বর হইয়া গিয়াছেন। “হাটলি-হাউস” নামক একখানি গ্রন্থে এই সময়ের বারিষ্টারদের সম্বন্ধে লিখিত আছে, "বারিষ্টারদের মুখে কেবল টাক-টাক-রব।” উক্ত গ্রন্থের একাংশে লিখিত আছে—“এদেশ হইতে