পাতা:কলিকাতা সেকালের ও একালের.djvu/৭৮৭

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

ত্রয়োবিংশ অধ্যায় අ6:ම් বতরিত হয়। ইহার মধ্যে পনর হাজার টাকা লটারির খরচ বাবদ বাদ iায়। উদ্ধৃত্ত পচাত্তর হাজার টাকা টাউনহল নিৰ্ম্মাণের জন্য প্রদত্ত হয়। পাঠক মনে রাখিবেন, তখন পবলিক-ওয়ার্কস ডিপার্টমেণ্ট বলিয়া কোন কিছু ছিল না । । ১৮০৯ খ্ৰীষ্টাব্দে ফেব্রুয়ারি মাসে কলিকাতা সহরের উন্নতির জন্ত, আর একটা লটারি হয় । ইহাতেও লাট সাহেবের সহানুভূতি ও সম্মতি ছিল । এই লটারির সর্বাপেক্ষ দামী প্রাইজ বা পুরস্কায় একলক্ষ টাকা । সৰ্ব্বমেত তিন লক্ষ টাকা প্রাইজ দেওয়া হয় । লটারির খরচ-খরচা বাদে যে টাকা উদ্ধৃত্ত হয়, তাহার দ্বারা কলিকাতার রাস্তাঘাট সংস্কার, ড্রেণের উন্নতি, সাধারণ ভ্রমণ-স্থান বা স্কোয়ার প্রভৃতির প্রাণপ্রতিষ্ঠা ও কয়েকখানি বড় বড় বাড়ী নিৰ্ম্মিত হয় । 叠 অনেক ইংরাজ-ব্যবসায়ী এবং কলিকাতার ও উপনগরের অধিবাসিগণ তাহাদের দ্রব্যঞ্জণত এবং বাড়ী ও বাঙ্গালে৷ এই লটারির সহায়তায় নীলাম করিতেন। টেরিটবাজারের প্রতিষ্ঠাও, এইরূপ লটারির দ্বারা হইয়াছিল। অনেক বহুমূল্য পুস্তকাদিও লটারি দ্বারা বিক্রয় হইত। তখন এক মোহরের কম—কোন পুস্তকেরই মূল্য ছিল না। পাঠক ইতিপূৰ্ব্বে তাহার পরিচয় পাইয়াছেন । এই সময়ে প্রসিদ্ধ গাড়ীওয়াল ষ্টুয়ার্ট কোম্পানীরও একটা লটারির বিজ্ঞাপন দেখা যায়। উক্ত কোম্পানী বিজ্ঞাপন দিতেছেন--“বিলাত হইতে আমরা একখানি অতিক্ষুন্দর কারুকার্য্য খোদিত বহুমূল্য কোচগাড়ি আমদানী করিয়াছি । ইহা চারি ঘোড়ায় টানিবার উপযুক্ত। গাড়ী ও ঘোড়ার সাজের দাম–ছয় হাজার টাকা। প্রত্যেক টিকিটের মূল্য দুইশত টাকা। যাহারা টিকিট লইতে ইচ্ছুক, তাহারা অনতিবিলম্বে, উক্ত ইয়ার্ট কোম্পানীকে জানাইবেন ।” কিন্তু পরিশেষে গবর্ণমেণ্টের আদেশে * এই প্রকার লটারিপ্রথা বন্ধ হইয়া ধায় । ১৮০০ খ্ৰীঃ ২০ এ মে লটারি প্রথার রদ সম্বন্ধে এক হুকুমনামা বাহির হয়। ১৭৯৩ খৃষ্টাব্দে “বেঙ্গল-লটারি” বলিয়া অার একটী প্রথার অনুষ্ঠান হয়।

  • “Notice is hereby given that the Right Honorable the Governor *neral in Council has been pleased to prohibit the establishment of *y lotteries, the prizes in which are to be payable in money without
    • Press permission of His Lordship in Council." G. O. D. of Hon. Iohn Company. vol 11.

సి?