পাতা:কলিকাতা সেকালের ও একালের.djvu/৭৯৭

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

চতুৰ্ব্বিংশ অধ্যায়। *○○ পার্ক ষ্ট্রীট, উত্তরে কলিঙ্গ ও পশ্চিমে বর্তমান রোডের কিয়দংশ। পাঠক একবার কল্পনাবলে চৌরঙ্গীর বর্তমান প্রাসাদ-তুল্য, বিদ্যুতালোক উত্ত্বেলিত, বাড়ীগুলির চিত্র মন হইতে মুছিয়া ফেলুন। আর সেই কল্পনার সহায়তায় দেখুন—বৰ্ত্তমান চৌরঙ্গীর পার্শস্থ মাঠটা, জঙ্গলে পরিপূর্ণ। এই জঙ্গল বাঘ, বন্তশূকর ও ডাকাতের বিহারভূমি । ১৭৫৭ খ্ৰীঃ অদ হইতে চৌরঙ্গীর জঙ্গল কাটাম আরম্ভ হয়। উক্ত বৎসরেই বর্তমান গড়ের মাঠের কেল্লার নিৰ্ম্মাণ কাৰ্য্য আরম্ভ হইয়াছিল। জনরব এই, ওয়ারেণ হেষ্টিংসের আমলেও বার্জিতলায় অবস্থিত বর্তমান লাটগির্জার চতুঃপার্শ্বস্থ ভূভাগ জঙ্গলে পরিপূর্ণ ছিল । ওয়ারেণ হেষ্টিংস এই জঙ্গলে হরিণ শিকার করিতে যাইতেন, এরূপ একটা জনপ্রবাদও আছে। থিয়েটার রোড। চৌরঙ্গীর থিয়েটার-রোড পাঠকের নিকট অপরিচিত নহে। এই রাস্তার উপর, চৌরঙ্গী ও বৰ্ত্তমান থিয়েটার রোডের মিলনস্থলে একটা ইংরাজী থিয়েটার ১৮১৩—৩৯ খৃঃ অব্দ পর্য্যস্ত বৰ্ত্তমান ছিল । ইহা ইষ্টতেই রাস্তটির নামও “থিয়েটার-রোড” হুইয়াছে। থিয়েটার রোডের এই থিয়েটারের অভিনেতারা, সখের জন্য অভিনয় করিতেন—কিন্তু অভিনেত্রীরা বেতন গ্রহণ করিতেন ও থিয়েটার-গৃহেই থাকিতেন। আগুন লাগিয়া ১৮৩৯ খ্ৰীঃ অন্ধে এই থিয়েটার বাড়িটা পুড়িয়া ভস্মসাৎ হয়। তাহার পর আর এস্থানে নূতনভাবে থিয়েটার-গৃহ নিৰ্ম্মিত হয় নাই । থিয়েটারাধিরুত স্থানে, পরবর্তীকালে একট সুবৃহৎ প্রাসাদতুল্য অট্টালিকা নির্মিত হইয়াছিল। কলিকাতা হাইকোর্টের বিখ্যাত জজ মার্কবী সাহেব, এই বাড়ীতে বাস করিতেন—বৰ্ত্তমানে ইহা একটী বোর্ডিং-হাউস হইয়াছে। হ্যারিংটন ষ্ট্রীট। থিয়েটার রোডের পরই হারিংটন-স্ত্রীটের নাম উল্লেথযোগ্য। সেকালের সদর দেওয়ানী আদালতের জজ হারিংটন সাহেবের নামানুসারে, এই পথের নামকরণ হইয়াছে। ৪নং হ্যারিংটন ষ্ট্রটে, হাইকোর্টের বিখ্যাত চিফ-জষ্টিস স্যর রিচার্ড গার্থ সাহেব বহুদিন বাস করিয়াছিলেন । তিন মম্বরের বাড়ীতে, স্বনাম খ্যাত বিশপ হিবার সর্বপ্রথমে বাস করিয়াছিলেন। কিন্তু পরে এ বাটতে তাহার সুবৃহৎ লাইব্রেরী ও পরিজনবর্গের স্থান সঙ্কুলান না হওয়ায়, তিনি গ্রসেল ষ্ট্রীটে উঠিয়া যান। సెఫీ