পাতা:কলিকাতা সেকালের ও একালের.djvu/৮০২

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

৭৬৬ কলিকাতা সেকালের ও একালের । আলোতে মিস, লিচের পোষাক ধরিয়া যায়। ব্যাকুলভাবে প্রাণভয়ে তিনি ষ্টেজের মধ্যে আসিয়া সাহায্যের জন্য চীৎকার করেন। দর্শকমণ্ডল ষ্ট্রেজে আগুন লাগিয়াছে ভাবিয়া, বিচলিত হইয়া উঠেন। মিস, লিচকে সাহায্য করা দূরে থাক,তাহারা নিজের ভাবনাতেই বিভোর হইয়া পলায়নে উদ্যত। ষ্টেজের একজন লোক এই অৰ্দ্ধদপ্ত অভিনেত্রীর সাহায্যার্থে চুটি৷ আসে। কিন্তু জলন্ত আগুন নিভাইবার পুৰ্ব্বেই, মিস, লিচের শরীরের নানাস্থান ভয়ানকরপে পুড়িয়া যায়। ইহার দুই দিন পরে এই প্রসিদ্ধ অভিনেত্রী মৃত্যুমুখে পতিত হন। যে যাটীতে এখন রোমানক্যাথলিক আর্চবিশপ বাস করিতেছেন, সেই যাড়ীতেই মিস লিচের মৃত্যু হয়। “সা-সুশী" থিয়েটারটা পরিশেষে এক ফ্রেঞ্চ-কোম্পানী ভাড়া লয়েন। তাহার পর এই বিখ্যাত থিয়েটারের জীবলীলার পরিসমাপ্তি হয়। ক্যামাকৃ ষ্টুট। পার্ক ষ্ট্রীট হইতে আরম্ভ করিয়, এই পথটী লোয়ার সার্কিউলার রোড অবধি গিয়াছে। ক্যামাকু সাহেব, লর্ড ওয়েলেসলি ও কর্ণওয়ালিসের । আমলে, একজন সিনিয়ার-মাৰ্চেণ্ট ছিলেন । এই রাস্তার আশে পাশে । অনেকটা স্থান তাহার সম্পত্তিভূক্ত ছিল। ১৭৮৮ খ্ৰীঃ অব্দে কলিকাতা গেজেটে, এই সব সম্পত্তি বিক্রয়ের একটী বিজ্ঞাপন দেখা যায়। ১৭৮৫ খুঃ অব্দের ডাইরেক্টরীতে দেথা যায়, এই ক্যামাক সাহেব ঢাকা ও ত্রিপুরার জেলার জজ হইয়াছিলেন। ইহঁার এক সহোদর, লর্ড ওয়েলেসলির এডিকং ছিলেন। ২৫ বৎসর পূৰ্ব্বে, এই স্থানের চারিদিকে অনেক বস্তি ছিল—এখন সেই সব বস্তির ধ্বংসসাধন করিয়া প্রাসাদতুল্য অট্টালিকা সমূহ নিৰ্ম্মিত হইয়াছে। আগে এই পথটার নাম ছিল“ডন কান-বস্তিক-রাস্তা”। তৎপরে উক্ত ক্যামাকু সাহেবের, নামানুসারে ইহা “ক্যামাক্-স্ট্রট” বলিয়া বিখ্যাত হইয়াছে। উড-প্লট । - উড সাহেবের নাম হইতে এই রাস্তার নামকরণ হইয়াছে। এই উড সাহেব কোম্পানীর আমলে একজন পদস্থ কর্মচারী ছিলেন। এই উড ট্রটের একটা বাটতে “হিন্দু-মুয়ার্টের” আবাস স্থান ছিল। তাহার আদত নাম কর্ণেল ষ্টুয়ার্ট। তিনি হিন্দু ভাবাপন্ন ছিলেন বলিয়া, নােবে তাহাকে “হিন্দ্র রাষ্ট্ৰ" বলিত। খ্ৰীষ্ট ও কৃষ্ণ এই উভয়ের মনে