পাতা:কলিকাতা সেকালের ও একালের.djvu/৮০৫

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

চতুৰ্ব্বিংশ অধ্যায়। ৭৩৯ দিনামকরণ হইয়াছে । আগে এই গলিগুলি, সাউথ-কলিঙ্গ, এনিস - বারবারের লেন, জোড়া-তালাও লেন, মিশির-থানসামার লেন প্রভৃতি অগ্রসিদ্ধ নামে পরিচিত ছিল। বর্তমান নয় নম্বর রিপণাস্ত্রীটে, জন উইলিয়াম . রিকেটস, সাহেব বাস করিতেন। ( ১৭৯১—১৮৩৫ খৃঃ) এই রিকেটস, সাহেব জাতিতে ফিরিঙ্গি। তিনি ফিরিঙ্গি ও এদেশীয় লোকদের অনেক উপকার করিয়া গিয়াছেন । ১৮২৩ খৃঃ অবো, তিনি ডভটন-কালেজ প্রতিষ্ঠা করেন। ১৮২৯ খৃঃ অবো, তিনি বিলাতে গিয়া, হাউস-অৰ-লর্ডস ও কমন্সের সম্মুখে, ফিরিঙ্গি-সমাজের প্রতিনিধিরূপে এক দরখাস্ত দাখিল করেন। এই সময়ে তারতের সিভিল-সার্তিস সম্বন্ধে, বিলাতে একটা সিলেষ্ট-কমিটি বসে। তিনি এই কমিটিতে ভারতবাসীর হইয়া সাক্ষ্য দেন। ১৮৩৩ খৃঃ নেচার্টার-এ্যাক্ট, প্রচলিত হয়—তাহাতে গবৰ্ণমেণ্টের আদেশ থাকে, যে কোন জাতি বা ধৰ্ম্মাবলম্বী হউক না কেন, গবর্ণমেণ্টের অধীনে সিবিলবিভাগে নিযুক্ত হইতে পরিবে। এরূপ বন্দোবস্ত রিকেটস, লাহেবের পালামেণ্টে সাক্ষ্য-প্রদানের ফলেই হইয়াছিল । কিড ষ্ট্রীট। কলিকাতার সুপ্রসিদ্ধ বোটানিকেল-গার্ডেন প্রতিষ্ঠাতা, লেফটেনান্ট কর্ণেল রবার্ট কিডের নামাতুসারে, এক্ট পথের নামকরণ হইয়াছে। কৰ্ণেল কিড, বেঙ্গল-গবর্ণমেণ্টের মিলিটারি-সেক্রেটারি ও একজন শ্ৰেষ্ঠদরের উদ্ভিদ-বিদ্যাবিং পণ্ডিত ছিলেন। ১৭৮৭ খৃঃ অৰে, তিনি বোটানিকেল-গার্ডেন প্রতিষ্ঠা করেন। ইহার পুত্র জেমস, কিড, ১৮০৭ - অক্টে, খিদিরপুরে এক ভক্‌ প্রতিষ্ঠা করিয়া যশস্বী হন। এই কিডের নাম হইতেই—“কিড়ারপুর” ও ভদপত্রংশ “খিদিরপুর” নামকরণ হইয়াছে। ১৮৩৬ খ্ৰী; অঝে খিদিরপুরেই কিভের মৃত্যু হয়। কিড়, তৎকালীন ফিরিঙ্গি প্রিদায়ের জনৈক প্রধান নেতা ছিলেন। সদর-স্ট্রট । সদর ট্রীট বর্তমান মিউজিয়ম-বিল ডিংএর নিকট আরম্ভ হইয়া, ফ্রিস্থল-ট্রীট সরাসর চলিয়া গিয়াছে। আগে এই পথের একাংশের নাম ফোর্ড টও অপরাংশ স্পিকট্রট বলিয়া পরিচিত ছিল। মিঃ স্পিকৃ ১৭৮৯ হইতে *১ খ্ৰীষ্টাকা পৰ্য্যস্ত, কৌন্সিলের-মেম্বর ছিলেন। বর্তমান মিউজিয়াৰ ፭ ዓ