পাতা:কলিকাতা সেকালের ও একালের.djvu/৮০৭

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

চতুৰ্ব্বিংশ অধ্যায়। ዓፃ» এই লিওসে-স্ট্রীটে অপেরা-হাউস ছিল। ইহার পূর্বের অবস্থা আমরা থিয়ছি। এখন অবস্থা অন্যরূপ ও সৰ্ব্ব বিষয়ে উন্নত। স্বৰ্গীয় সম্রাট থম এডওয়ার্ড ১৮৭৫ খ্ৰীঃ অব্দে, যখন প্রিন্স-অব-ওয়েলস রূপে rলিকাতায় আসেন, তখন তাহার সম্মানার্থে “My Awful Dad” নামক একখানি নাটিকা, এই অপেরা-হাউসে অভিনীত হয় । সেদিন এত ভিড় য়, যে অধ্যক্ষের বসিবার আসনের মূল্য চতুগুণ বৃদ্ধি করিয়া দিয়াছিলেন। জনের বসিবার উপরের বক্সের দাম হইয়াছিল একহাজার টাকা। নীচের ক্স (ছয় জনের বসিবার ) পাঁচ শত টাকা । ষ্টল—পঞ্চাশ টাকা ৮ ধৰ্ম্মতলা-স্ট্রীট । ধৰ্ম্মতলা ষ্ট্রট, এই নামকরণ কেন হইল, তদ্বিষয়ে দুইটা মত প্রচলিত আছে। এখন ধৰ্ম্মতলায় যে মসজেদ আছে, তাহার পাশ্বেই কুক্‌-কোম্পানীর ঘাড়ার আস্তাবল । এই আস্তাবল বাটীর অধিকৃত জমীতে, অতি পুরাকালে আর একটা মসজেদ ছিল। অনেকের মতে, এই মসজেদ ও তৎসংলগ্ন দরগা ইতে “ধৰ্ম্মতলা” নামকরণ হইয়াছে। সে মসজেদ এখন আর নাই। ইহার পাশ্বের বর্তমান মসজেদটী, টিপু সুলতানের বংশধর, প্রিন্স গোলাম মহম্মদ কর্তৃক ১৮৪২ খৃঃ অব্দে নিৰ্ম্মিত হয়। দ্বিতীয় মতের প্রচারক-ডাঃ হর্ণেল । িৈন বলেন, জানবাজারে বৌদ্ধধৰ্ম্মাবলম্বীদের যে আড়া ছিল, তাহা হইতেই "ধৰ্ম্মতলা নামকরণ হইয়াছে। আগে এই ধৰ্ম্মতলা-স্ত্রীটের দুইধারে, বড় --معم-سیم مصبہ سہ. ASAAAASLAAA SASSAMMMMMMS বড় থানা ছিল, পথটিও পাকা হয় নাই। ওয়ারেণ হেষ্টিংসের বড়-জমাদার জাফরের অনেক জমীজমা এই ধৰ্ম্মতলায় ছিল। ধৰ্ম্মতলায় শীলবাবুদের একটি বাজার ছিল। আর একটি বাজার, তাহদের দখলের বহুপূৰ্ব্বে অর্থাৎ ১৭৯৪ খৃঃ অবো, এই স্থানে ছিল বলিয়া শুনা যায়। সে বাজারের নাম ছিল মেম্বা-পীরের বাজার। ধৰ্ম্মতলার হগ সাহেবের বাজার প্রতিষ্ঠার পর, পুরাতন বাঞ্জারের প্রতিপত্তি কমিয়া যায়। এই ধৰ্ম্মতলার উত্তরদিক দিয়া একটি ছোট খাল, চাদপাল-ঘাট হইতে বেলিয়াঘাটা সন্ট-লেক বা ধাপ-পৰ্য্যন্ত পুরাকালে প্রবাহিত ছিল। বর্তমান জয়লিংটন-স্কোয়ার ও ক্রীকরোর মধ্য দিয়া, সেই খালটি হেষ্টিংস-স্ট্রীটে দি গিয়াছিল। খালটি খুব প্রশস্ত ছিল ও ইহাতে বড় বড় মালের নৌকা গাত করিত। বৰ্ত্তমান ক্রীকৃরোর নিকটস্থ কোন স্থানে, এই খালের * একখানি জাহাজ ও কতকগুলি ডিঙ্গি ভাঙ্গিয়া বাওয়ায়, এই স্থানের ” مر