পাতা:কলিকাতা সেকালের ও একালের.djvu/৮১৩

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

চতুৰ্ব্বিংশ অধ্যায়। - ጫጫማ ssssss= করেন। জেনারেল ক্লেভারিং, কলিকাতায় মোটে তিনবৎসর ছিলেন। uনং মিশন-রোর বাড়িটী, এখন যাহা টমাশ-কোংর কার্য্যালয়, সেই বাড়ীতে জেনারেল সাহেবের মৃত্যু হয় । সম্ভবতঃ পূৰ্ব্বোক্ত ওল্ডকোর্ট হাউসের বাটীতে, তিনি অতি অল্পদিনই বাস করিয়াছিলেন। এখানে ইতিপূর্বে যে পুরাতন বাটটি বর্তমান ছিল, এবং যাহা ভাঙ্গিয়া এখন aঞ্জ রা—বিলডিংস " নামক সুবৃহৎ নূতন বাট নিৰ্ম্মিত হইয়াছে, সেই পুরাতন বাটতে মিসেস, লিচ, ১৮৩৯ খ্ৰীঃ অব্দে, চারি শত লোক বসিবার উপযুক্ত, এক অস্থায়ী থিয়েটার নিৰ্ম্মাণ করেন। ইহার পরই “দণ—মুণী” থিয়েটার, বৰ্ত্তমান সেন্ট-জেভিয়ার কলেজবাটিতে পার্কষ্ট্রীটে প্রতিষ্ঠিত হয়। এই শেষোক্ত থিয়েটারে অভিনয় কালে, পরিচ্ছদে আগুন লাগায়, পুরম সুন্দরী মিস্ লিচ অকালে পরলোকে প্রস্থান করেন। লারকিন্স লেন । ওল্ড কোর্টহাউস হইতে, এই ক্ষুদ্র গলিট আরম্ভ হইয়া, ওয়েলেসলীগ্রেসে মিশিয়াছে। ১৭৮৪ খৃঃ অব্দে উডের ম্যাপেও এই লেন্‌টি বর্তমান ছিল । উইলিয়ম লারকিন্স সাহেবের নামে এই গলির নামকরণ হয়। এষ্ট লারকিন্স সাহেব, ওয়ারেণ-হেষ্টিংসের একজন বিশেষ বন্ধু ছিলেন । কয়েক বৎসরের জন্য তিনি কোম্পানীর অধীনে একাউণ্টাণ্ট-জেনারেল পদে নিযুক্ত হন। ওয়ারেণ হেষ্টিংস, এদেশীয় রাজাদের নিকট যে অর্থ লঙ্করান। বলিয়। গ্রহণ করিয়াছিলেন, তদ্বিময়ে সাক্ষ্য দিবার জন্য, পালামেণ্টে ঠাহীর মহা-বিচারের সময়, লারকিন্স সাহেষ বিলাতে গিরছিলেন। ফ্যান্সি-লেন । এই গলিটি ওয়েলেস লী-প্লেসের এক অংশ হইতে আরম্ভ হইয়া, কাউন্সিল হাউস স্ত্রীটে গিয়। পড়িয়াছে। আর্চডিকন হাইডের মতে, “ফ্যান্সি” কথাটি "ফাসা" শব্দের সহজ অপভ্রংশ। পুরাকালের কলিকাতায়, সম্ভবতঃ জব চাণকের পরের আমলে, এইস্থানের সান্নিধ্যে, একটি ফাসি-মঞ্চ ছিল। ইহার নিকট দিয়া একটি খাল, ষরাবর পশ্চিমবাহিনী হইয় গঙ্গার সহিত মশিয়াছিল। ইহাই হেষ্টিংস-স্ট্রীটের সেই পুরাতন ক্রীক বা খাল । কাউন্সিল-হাউসূ-প্লট। এই পথটা বৰ্ত্তমান পাথুরিয়া-গির্জা বা সেন্ট জন ভজনাগারের পাশ্ব יל כ: