পাতা:কলিকাতা সেকালের ও একালের.djvu/৮১৪

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

ዓፄb” কলিকাতা সেকালের ও একালের । দিয়া, বরাবর হেষ্টিংস স্ত্রীটে গিয়া মিশিয়াছে। এইখানে বহুকাল পূৰ্ব্বে একটা “কাউন্সিল-হাউস” বা মন্ত্রণাগৃহ ছিল। ১৮০০ খ্ৰীঃ অন্ধে এই পুরাতন মন্ত্রণাসভা-গৃহট ভাঙ্গিয় ফেলা হয়। পুরাকালে এই কাউন্সিল-হাউস স্ট্রীট, সরাসর ময়দানের মধ্যে গিয়া পূৰ্ব্বোক্ত এসপ্লানেডরোডের সহিত মিশিয়াছিল। এখন এই পথের কিয়দংশ “গবর্ণমেণ্ট-প্লেশ ওয়েষ্ট” বলিয়া পরিচিত। যে বাড়ীতে ১৭৫৮ খ্ৰীঃ অব্দে কাউন্‌সিল-হাউস বা কোম্পানীর মন্ত্রণাগৃহ স্থাপিত হয়, সেই বাড়িটি, আগে কোট' নামক একজন ইংরাজের সম্পত্তি ছিল। কোম্পানী, মন্ত্রণাগৃহরূপে ব্যবহার করিবার জন্ত, কোর্ট সাহেবের নিকট হইতে এই বাট কিনিয়া লয়েন । এই কোর্ট সাহেব, কোম্পানীর-আমলের একজন “সিনিয়ারমাৰ্চেণ্ট” ছিলেন ও অন্ধকূপহত্যা কাণ্ডে মৃত্যুহস্ত হইতে পরিত্রাণ পাইয়া, হলওয়েলের সহিত শৃঙ্খলাবদ্ধ অবস্থায়, মুর্শিদাবাদে প্রেরিত হন। গঙ্গা নদীতে ডুবিয়া গিয়া ১৭৫৮ খ্ৰীঃ অব্দের মে মাসে, এই কোট-সাহেবের অপমৃত্যু ঘটে। হেষ্টিংস-স্ট্রীট। হেষ্টিংস ষ্ট্রীট সম্বন্ধে আমরা ইতিপূৰ্ব্বে অনেক কথা বলিয়ছি। একটি থাল বুজাইয়। বর্তমান পথটি নিৰ্ম্মিত হয়। নবাব কর্তৃক কলিকাতা আক্রমণের সময়, বর্তমান সেন্টজন গির্জার নিকট, এই হেষ্টিংস-স্ট্রীটের পূর্বপ্রান্তে এক তোপখান বা ব্যাটারি নিৰ্ম্মিত হষ্টয়াছিল। বর্তমান বরণ-কোম্পানীর বাড়িটিই, গবর্ণর জেনরেল ওয়ারেণ হেষ্টিংসের আবাস বাটি ছিল। ১৭৭৭ খ্ৰীঃ অন্ধে হেষ্টিংস, ব্যারনেস ইম্‌চফ কে দ্বিতীয় পত্নীরূপে গ্রহণ করেন। ইহার পর কয়েক বৎসর ধরিয়া, তিনি এই বাটিতেই বাস করিয়াছিলেন। পুরাকালের কিম্বদন্তী হইতে কানিতে পারা যায়, যে গবর্ণর হেষ্টিংস পদব্রজে গির্জায় যাইতেন। কোন কোন মতে এই গিজর্ণটি বর্তমান সেন্টজন-গিৰ্জ্জ1। গির্জার অধিকৃত স্থান মঙ্গরাজ নবরুষ্ণের সম্পত্তি। তিনি এই গির্জা নিৰ্ম্মাণের প্রয়োজনীয় সমস্ত জমী, গির্জা-নিৰ্মাণ-কমিটির হস্তে দান করেন। এই সেন্টজন গিজ্জর্ণ নিৰ্ম্মাণের প্রধান উদ্যোগী, গবর্ণর ওয়ারে হেষ্টিংস । - ওল্ড পোষ্টঅফিস স্ট্রীট। চর্কলেন ও হের্টস-ট্রটের সংযোগ স্থল হইতে, ওল্ড-পোষ্টালি"