পাতা:কলিকাতা সেকালের ও একালের.djvu/৮১৭

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

চতুৰ্ব্বিংশ অধ্যায়। ৭৮১ নে, গবর্ণর হেষ্টিংসের উপর ভীষণ বিরাগ উৎপাদন করিল। ফ্রান্সিস - সেদিন এদেশে ছিলেন, ততদিন সকল কাজেই হেষ্টিংসের বিরুদ্ধাচরণ করিয়াছিলেন। প্রসিদ্ধ ঐতিহাসিক রেভারিজের মত এই,—“যদি ফন্সিস ও হেষ্টিংসে এইরূপ ভীষণ মনান্তর না ঘটিত, তাহা হইলে হয়ত নন্দকুমারের নামে জাল মোকদ্দমা আদেী উপস্থিত হইত না ।” ক্রন্সিসকে সহায়রূপে পাইয়াই, মহারাজ নন্দকুমার, কৌন্সিলের নিকট শ্লেষ্টংসের বিরুদ্ধে উৎকোচ গ্রহণের অভিযোগ আনয়ন করেন । ইহার অবান্তর পরিণাম, নন্দকুমারের নামে চক্রাস্ত ও জাল-মোকদম। । এই ঘাটে স্বপ্রীমৎকার্টের প্রথম চিফ-জষ্টিস স্যর ইলাইজ ইম্পি ও তাছার সহযোগী|ণ অবতরণ করিয়াছিলেন । নিয়শ্রেণীর বাঙ্গালী, চিরকালই শুধুপায়ে থাকে। কৌন্সিলের মেম্বর ও সুপ্রীমকোটের জজদিগকে দেখিবার জন্ম এই সময়ে চাদপাল-ঘাটে, এদেশীয়দের একটী মহা জনতা হয়। এই জনতার মূপে, অধিকাংশ লোকই নগ্নগাত্র ও নগ্নপদ। ইহাদের এইরূপ অবস্থা দেখিয়া ইম্পি তাহার সহযোগীদের বলিয়াছিলেন—“দেখ—ভাই ! আমরা ঠিক সময়েই এদেশে আসিয়াছি। এদেশের লোকের পীয়ে জুতা নাই—তাহার। নগ্নগাত্র । কি ভয়ানক অত্যাচার ! দেখিতেছি, ঠিক সময়েই এদেশে উচ্চআদালত প্রতিষ্ঠা করা হইয়াছে। ছয়মাস এখানে কাজ করিবার পর, আমি এই সব লোককে নিশ্চয়ই জুতা ও ষ্টকিং পরাইতে বাধ্য করিব । ইহাদের এ দশা দূর করিব।”* চর্চ-লেন । পাথুরিয়া-গির্জা বা সেন্টজন চ্যাপেলের পার্শ্ব দিয়া, যে পথটা ছোট আদালতের সম্মুখে আসিয। মিশিয়াছে, তাঙ্গ চর্চ-লেন নামে অভিহিত। সেন্টজন গির্জা ইহার পার্শ্বে অবস্থিত বলিয়া, এই গলিটার “চর্চ-লেন” নামকরণ হইয়াছে। ১৭৮৪ খৃঃ অব্দে, পাথুরিয়া-গির্জা প্রস্থত হয়। এই পাথরিয়া-গির্জার সংলগ্ন ভূভাগট, যাহা এখন গির্জার কম্পাউণ্ড বা সীমানাভুক্ত, তাহার মধ্যে অতি পুরাকালে একটা প্রাচীন

  • See brother the wretched victims of tyranny ? The Crown *" was not surely established before it was needed. I trust it will

" have been in operation six nonths before we shall see all these " "reatures comfortably clothed in shoes and stockings.-Cotton's Calcutta. i). 324.