পাতা:কলিকাতা সেকালের ও একালের.djvu/৮২৭

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

চতুৰ্ব্বিংশ অধ্যায়। Գ:Տ> belonging to Warren Hastings Esqr; called Rishra (Ishara ) situated on the Western Bank of the river, two miles below Serampur, consisting of 136 Bighas, 18 of which are Lakhrage-land or the land paying no rent.” cesterra się বাটটি, একটা স্মৃতি-ফলক দ্বারা চিহ্নিত হইয়াছে। এখন এই স্থানে" হেষ্টিংসজুটমিল” স্থাপিত হইলেও ইহা এখনও ওয়ারেণ-হেষ্টিংসের নাম ঘোষণা করিতেছে । कTांनिश्-छ्रुीछे । গঙ্গারধারে ট্রাওরোড হইতে আরম্ভ হইয়া, এই পথটা বরাবর চিৎপুর রোডে ফৌজদারী-বালাখানায় আসিয়া মিশিয়াছে। পূৰ্ব্বে ইহা “মুরগীহাট" বলিয়া পরিচিত ছিল এবং এখনও আছে। ভারতবর্ষের প্রথম ভাইসরয় স্বনাম-প্রসিদ্ধ, লর্ড ক্যানিংএর নামে, এই পথটর এইরূপ নামকরণ হইয়াছিল। পুরাকালে—এই অংশে, পটুগীজগণ বাস করিত। এখানে একটা বাজারে মুরগী-বিক্রয় হইত বলিয়া, “মুরগীহাট্টা” আখ্যা প্রাপ্ত হইয়াছিল। উডের ম্যাপে (১৭৮৪ খৃঃ) মুরগীহাট্টার অস্তিত্ব দেখা যায়। এই পথের মান্নিধ্যে, পটুগীজদিগের একটা পুরাকালের নিৰ্ম্মিত গিজ আছে। ১৭৫৬ খ্ৰী: অন্ধে অৰ্ম্মির ম্যাপেও এই গিজ্জর্ণর স্থান দেখিতে পাওয়া যায়। ষ্ট্রাওরোডের পাশ্বেই আরমানী-ঘাট । পুরাকালের এই আরমানী-ঘাট এখন মতিশীলের ঘাট বলিয়া পরিচিত। মহানুভব মতিলাল শীল, সামান্ত অবস্থা হইতে নিজের উদ্যম ও প্রতিভা বলে ক্রেরপতি হন। তিনি কলুটোলার সুপ্রসিদ্ধ শীল-বংশের প্রতিষ্ঠাতা। মতিলাল শীলের মত দাতা ও বদান্ত লোক, এ যুগে অতি দুলভ। তিনি সেকালের স্ববর্ণবণিক সম্প্রদায়ের অলঙ্কার-স্বরূপ ছিলেন। সামাষ্ঠ শিশি-বোতলের ব্যবসা হইতে, তিনি পরিশেষে ক্রেরপতি হয়েন। বিলাতে জন্মিলে, র্তাহার কার্য্যময় জীবনের একটা ইতিহাস থাকিয়া যাইত। ধৰ্ম্মতলার পুরাতন-বাজারও স্বৰ্গীয় মতিলাল শীলের সম্পত্তি ছিল । মতি শীলের নাম, কলিকাতায় আজও সৰ্ব্বসাধারণে পরিচিত। র্তাহার অবিনশ্বর কীৰ্ত্তিস্তম্ভ “শীলস্-স্ত্রী-কালেজ।” কত দরিত্র অবস্থাহীন ছাত্র যে এই বিদ্যালয়ে বিনাব্যয়ে শিক্ষালাভ করিয়া, ইহজীবনে সরসংস্থান করিতে পারিয়াছে, তাহার ইয়ত্তা নাই। বর্তমান হালিডে-ট্রীটে, মতিশীলের এই কলেজ-বাটা এখনও বর্তমান। মতিবাৰু, তাহার সমসাময়িক