পাতা:কলিকাতা সেকালের ও একালের.djvu/৮৫৭

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

চতুৰ্ব্বিংশ অধ্যায়। b°为 নন্দলাল মল্লিকের লেন। পাথুরিয়াঘাটার মরিক-বংশ–কোম্পানীর প্রথম আমলের অধিবাসী। মল্লাল মল্লিক, রাজা শ্যামাচরণ মল্লিকের পুত্র। এই মল্পিক-পরিবারের আদিপুরুষ, অতি পুরাকালে, পাথুরিয়াঘাটায় এলিয়া বসবাস করেন। ইষ্ট-ইণ্ডিয়া-কোম্পানীর সহিত ব্যবসায়ে লিপ্ত থাকিয়া, ইহঁার প্রচুর বিত্তশালী হয়েন । এই বংশীয় নন্দ মল্পিক মহাশয়ের নাম হইতে এই গলিটির নামকরণ হইয়াছে। উমেশচন্দ্র দত্তের লেন । এই গলিট, কলিকাতার রামবাগান পল্লীতে। রামবাগানের দত্ত-বাবুর। বহুকাল হইতে সুবিখ্যাত। বাঙ্গালা ও ইংরাজী সাহিত্যচর্চার জন্য ইহঁদের খুব নামডাক। স্বপ্রসিদ্ধ ঔপন্যাসিক ও মুপণ্ডিত রমেশ্চন্দ্র দত্তের নাম, বঙ্গের সকল গৃহেই পরিচিত। রমেশবাবু বঙ্গভাষায় কয়েকখানি উৎকৃষ্ট উপন্যাস প্রচার করেন। ইহাদের মধ্যে—বঙ্গবিজেতা, মাধবীকঙ্কণ, জীবনপ্রভাত, জীবনসন্ধ্যা, সমাজ ও সংসার বলিয়া, উপন্যাসগুলি বঙ্গসাহিত্যে, বিশেষভাবে পরিচিত । জীবনের শেষ দশায় রমেশ্চত্র, তাহার মাধবীকঙ্কণ ও সংসার নামক দুইখানি উপন্যাসের ইংরাজী অনুবাদ করেন । এই দুইখানি পুস্তকের as Slave Girl of Agra or Lake of Palms. owtwo otossক্রমে র্তাহার উচ্চ অঙ্গের উপন্যাসগুলি, সংবাদপত্রের ও থিয়েটারের উপহাররূপে প্রদত্ত হইলেও, সৎসাহিত্যের ও প্রতিভার বিকাশস্থল বিলাতে, তাহার বাজল উপন্যাসের অম্বুবাদগুলি উচ্চ মূল্যে বিক্রিত হইতেছে। এতদ্ব্যতীত রমেশ্চত্র ইংরাজীতে Civilisation in Ancient India প্রভৃতি কয়েকখানি গবেষণ-পূর্ণ সারগর্ভ ইংরাজী পুস্তক প্রণয়ন করেন । রমেশ্চন্দ্রের কৰ্ম্মময় জীবন অতি গৌরবাৰিত। ১৮৪৮ খৃঃ অঙ্গে **रे आशहे हेईब जग्र इद्र । शहरकाएँग्न डूठभूतिं जज, विशन्नैौणाण Sন্ত (B. L. Gupta ) সুয়েঞ্জনাখ বন্দ্যোপাধ্যায় ও রমেশ্চন্দ্র একই সময়ে (**** कैः ) विणांटङ निखिण-नांडिंग नन्नैौक्र निवांद्र छछ श्रयन करद्रम । ** ঐ অৰে তাহারা সিভিলিয়ান হইবা এদেশে আসেন। রমেশজ "ক হলে ম্যাজিষ্ট্রেট-কলেক্টরের কাজ করিয়া, পরিশেৰে ১৮৯৪ খ্ৰীঃ অঙ্কে