পাতা:কলিকাতা সেকালের ও একালের.djvu/৮৬২

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

Ե-Ջ8- কলিকাত সেকালের ও একালের । সময় আসিল। তিনি সাহেব-পার্টনার বা অংশীদার লইয়া চারিধান বাণিজ্য-জাহাজ চালাইতে লাগিলেন। মুদুর আমেরিকার সহিত, তাহার চালানী বাণিজ্য-দ্রব্যের আদানপ্রদান চলিত। মৃত্যুকালে তিনি এক কোটার উপর টাকা রাখিয়া যান। আরও অধিক রাখিয়া যাইতে পারিতেন, কিন্তু দান-ধ্যানেই তাহাঙ্ক অনেক অর্থ ব্যয় হইত। ১২৩১ সালে ৭৩ বৎসর বয়সে র্তাহার দেহ ত্যাগ হয় । ইহঁার দানের কথাটা এ স্থলে বলিয়া রাখা উচিত। মাঙ্গাজ দুক্তিক্ষে এক লক্ষ, হিন্দু-কলেজ প্রতিষ্ঠার সময় তিন হাজার এবং প্রত্যহ আপিলে বসিয়া ৭•২৮০ টাকা ইনি গরীবদিগকে দিতেন। অনেক গরীব-দুঃখী, উiহার বাটীতে নিয়মিতরূপে অন্ন পাইত। দরিদ্র-প্রতিবাসীদের অবস্থা সম্বন্ধে সন্ধান লইবার জন্য তিনি চাকর নিযুক্ত করিতেন। তাহার প্রতিষ্ঠিত বেলগেছিয়ার অতিথিশালায় এখনও অনেক লোক অল্প পায়। জুই লক্ষ টাকার উপর ব্যয় করিয়া, ইনি কাশীতে তেরট শিবমন্দির প্রতিষ্ঠা করেন। মৃত্যুকালে ইনি দুই পুত্ৰ পাচ কন্যা রাখিয়া যান, ইহার শ্রাদ্ধে পাচ লক্ষ টাকা ব্যয় হইয়াছিল। রামদুলাল সরকার মহাশয়, একজন প্রাতঃস্মরণীয় ব্যক্তি। টাকা হইলে অনেকেই দাক্তিক হয়। কিন্তু ভগবান রামদুলালের চরিত্রে দাভিকত ৰলিয়া কোন কিছু দেন নাই। অতুল ধনেশ্বর হইলেও রামদুলাল একখানি চাদর গায়ে দিয়া, চটজুতা পায়ে দিয়া, মদন দত্ত মহাশয়ের নিকট র্তাহার পূর্ব বেতন দশট টাকা আনিতে যাইতেন। মদন-বাবুর মৃত্যুর পর আর তিনি দত্ত বাড়ীতে যান নাই। তাই বলি, क्षांब्र cब्र cनकांज ! cगकांदणब्र दांकांबौब्र ८ष भश्रु छ्लि, 4थन कि ठांशं আছে ? - বলরাম দের স্ট্রীট। এই পথটা ষোড়াসকো-পল্লী হইতে আরম্ভ হইয়া, বরাবর মাণিকতল-ট্রীটে আসিয়া মিশিয়াছে। এই ৰয়রাম-দের স্ট্রটের যে অংশটা মাণিকতলা ষ্ট্রীটে মিশিয়াছে, তাহার অতি সারিখো সিমুলিয়ার গোসাইদিগের বাটা। পাঠক মোটের উপর জাননা ब्राधून-अङ्घणाम बनाहे5ाम ८त्राचार्यौं ७ अङ्कमान लङ्ग"