পাতা:কলিকাতা সেকালের ও একালের.djvu/৮৭১

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

চতুৰ্ব্বিংশ অধ্যায় । بعة t)ෂද් . बांत्रांठौद्र भcश, उिनिहे दफ़्णांtछेद्र बादशांशंक मङांद्र थर्षम नङा एम, কিন্তু পীড়িত থাকায়, এ কার্য্য করিতে পারেন নাই। গভর্ণমেন্ট ১৮৫৬ খ্ৰীঃ অকে, তাহাকে সি, আই, ই, উপাধি দেন। তিনি ১৮৬৮ খৃঃ অশ্বের ৩.শে আগষ্ট দেহত্যাগ করেন । R - প্রতাপচন্দ্র ঘোষের লেন । প্রতাপচন্দ্র ঘোষ, স্মল-কজ-কোর্টের জজ স্বনামখ্যাত হরচন্দ্র ঘোষের পুত্র। ইহাদের আদিনিবাস-বেহালা-সরগুন। এখনও এই সরগুনার ঘোষ পরিবারের আবাস-বাটীর নিকটে, রাজা বসত্তরায়ের খনিত কমলা ও বিমলা ও রায়দীঘি নামক তিনট সুবৃহৎ পুষ্করিণী বৰ্ত্তমান আছে। প্রতাপ ঘোষ মহাশয়, একজন বিখ্যাত জমিদার। বারাণসী ঘোষের ষ্ট্রীটে ইহার প্রাসাদতুল্য সুবৃহৎ অট্টালিকা বিদ্যমান। প্রতাপচন্দ্র, বহুদিন কলিকাতা-কালেক্টরিতে “রেজিষ্ট্রার-অব-এসিওরেন্স” পদে নিযুক্ত হইয়া দক্ষতার সহিত কাৰ্য্য করেন। এখন তিনি পেন্সন লইয়া উত্তর পশ্চিম প্রদেশে, নির্জনবাস করিতেছেন । রাজা গুরুদাসের ষ্ট্রীট। এ রাস্তাটী, বর্তমান বিডন-স্ট্রীট পোষ্ট্র অফিসের পাশ্ব দিয়া, বরাবর মাণিকতলা ষ্ট্রীটে গিয়া মিলিত হইয়াছে। রাজা গুরুদাস, মহারাজ নঙ্গকুমারের পুত্র এবং নবাব মীরজাফরের আমলে, দেওয়ানের পদে নিযুক্ত ছিলেন। নন্দকুমারের শোচনীয় পরিণামের পর, গুরুদাস কলিকাতা ত্যাগ করিয়া মুর্শিদাবাদে যান। বর্তমান বিডন-গার্ডন—এখন যে স্থান অধিকার করিয়া আছে, জনপ্রবাদ এই—এই স্থানেই মহারাজা মন্দকুমারের আবাসভবন ছিল, এবং এই বাটা হইতেই, বৃদ্ধ মহারাজা স্বপ্রমকোর্টের জজ লিমেটারের আদেশে গ্রেফতার হইয়া, সেকালের কলিকাতা-জেলে প্রেরিত হন। • রাজা কালীকৃষ্ণের লেন। রাজা বাহান্থর কালীকৃষ্ণের নামানুসারে, এই পথের নামকরণ হইয়াছে। रेनि भशबाज नवकृक बांशशाबद्र cशोच्च । बिछन-cरांब्राप्द्रब्र बुईशांन উষ্ঠানে, এই কালীকৃষ্ণ বাছাছুরের এক প্রস্তরনিতি মূৰ এভিতি আছে। తి komm=.