পাতা:কলিকাতা সেকালের ও একালের.djvu/৮৭৪

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

কলিকাতা সেকালের ও একালের

বঙ্গদেশের দুর্ভাগ্যক্রমে তাঁহার অকালমৃত্যু ঘটায়, তিনি হাইকোর্টের বেঞ্চে বসিতে পান নাই৷ রমাপ্রসাাদ বিদ্যায় ও শক্তিতে পিতার সমকক্ষ না হইলেও, তিঁহার অনুপযুক্ত পুত্র ছিলেন না৷ তিনি সংস্কৃত, হিন্দী, পারসি, ইংরাজি ভাষা উত্তমরূপে শিক্ষা করেন৷ পৈত্রিক বিষয় আশয়ও তিনি নিজের বুদ্ধিবলে অনেক বাড়াইয়া গিয়াছেন৷২৪ পরগণা এবং অন্যান্য জেলায় ইহাদের জমিদিরী আজও বর্তমান৷ রমাপ্রসাদ রায়ের দুই পুত্র - বিবু হরিমোহন রায় ও বাবু প্যারীমোহন রায়৷ সুকিয়াজ স্ট্রীটে আহাদের কলিকাতির বাসভবন৷

রামমোহন মল্লিকের লেন

বড়বাজাারের মল্লিক বংশের নিমিই মল্লিক মহাশয়ের প্রথম পুত্র রামমোহন মল্লিক৷ ১৭৭৯ খ্রীঃ রামমোহনের জন্ম হয়৷ রামমোহন অতিশয় দাতা ও সদাশয় লোক ছিলেন৷ দেবসেবা ও অতিথিসেবায় তিনি অনেক টাকা ব্যয় করিয়া গিয়াছেন৷ লবনের ব্যবসায়ে তিনি যথেষ্ট অর্থ লাভ করেন এবং অনেক বড় বড় জমিদারি কিনিয়া যান৷ মৃত্যুকালে তিনি এক কোটি টাকা রাখিয়া গিয়াছিলেন৷ ১৮৫৫ খ্রীঃ পিতার নাম স্মরণীয় করিবার জন্য বড়বাজারে গঙ্গাাাার তীরে তিনা একটি স্নানের ঘাট নির্মান করিয়া দেন৷

মহারাজা নরেন্দ্রকৃষ্ণের লেন

মহারাজা স্যার নরেন্দ্রকৃষ্ণ দেব বাহাদুর কে. সি. আই.ই রাজা রাজকৃষ্ণের পুত্র এবং মহারাজ নবকৃৃষ্ণের পৌত্র৷ মহারাজ নরেন্দ্রকৃষ্ণতাঁহার সময়ে একজন সর্ব্বজন বিদিত ও সম্মানিত ব্যক্তি ছিলেন৷ সাধারণ রাজকার্য্য ও সভাসমিতিতে তিনি অবাধে যোগদান করতেন৷ কলিকাতাাাার সুবিখ্যাত জমিদির সভা বা ব্রিটিশ -ইন্ডিয়ান-এসোসিয়েসন মহারাজ স্যার নরেন্দ্রকৃৃৃষ্ণকে তাঁহাদের প্রেসিডেন্ট নির্বাচিত করিয়াছিলেন৷ মহারাজ নরেন্দ্রকৃৃৃৃষ্ণ বড়লাটের মন্ত্রনা সভায় একজন সদস্যপদেও নির্বাচিত হইয়াছিলেন৷

স্যার রাজা রাধাকান্তের লেন

স্যার রাধাকান্ত দেব, রাজা গোপীমোহনেরএকমাত্র পুত্র৷ শোভাবাজার রাজবংশের তিনি কুলপ্রদীপ সুপ্রসিদ্ধ 'শব্দ-কল্পদ্রুম'

বঙ্গদেশের দুর্ভাগ্যক্রমে তাহার অকালমৃত্যু ঘটায়, তিনি হাইকোর বেঞ্চে বসিতে পান নাই। রমাপ্রসাদ বিদ্যায় ও শক্তিতে. পিতার সমকক্ষ না হইলেও, তাছার অনুপযুক্ত পুত্র ছিলেন না। তিনি সংস্কৃত হিন্দী, পারসী ও ইংরাজী-ভাষা উত্তমরূপে শিক্ষা করেন। পৈত্রিক বিষয়-আশয়ও তিনি নিজের বুদ্ধিবলে অনেক বাড়াইয়া গিয়াছেন। ২০ পরগণা এবং অস্তান্ত জেলায় ইহাদের জমীদারী আজও বর্তমান। রমাপ্রসাদ রায়ের দুই পুত্র-বাৰু হরিমোহন রায় ও বাৰু প্যারীমোহন রায়। মুক্ৰিয়াছ ষ্ট্রীটে, ইহঁদের কলিকাতার বাসভবন। রামমোহন মল্লিকের লেন । বড়বাজারের মল্পিক-বংশের নিমাই মল্পিক মহাশয়ের প্রথম পুর রামমোহন মল্লিক। ১৭৭৯ খ্ৰীঃ অব্দে রামমোহনের জন্ম হয়। রামমোহন অতিশয় দাতা ও সদাশয় লোক ছিলেন। দেবসেবা ও অতিথিসেবায়, তিনি অনেক টাকা ব্যয় করিয়া গিয়াছেন । লবণের ব্যবসায়ে, তিনি যথেষ্ট অর্থ লাভ করেন এবং অনেক বড় বড় জমীদারী কিনিয়া যান। মৃত্যুকালে তিনি এক ক্রোর টাকা রাখিয়া গিয়াছিলেন । ১৮৫৫ খ্ৰীঃ আবেদ পিতার নাম স্মরণীয় করিবার জন্য, বড়বাজারে গঙ্গার-তীরে তিনি একটী ক্ষানের-ঘাট নির্মাণ করিয়া দেন । মহারাজ নরেন্দ্রকৃষ্ণের লেন । মহারাজ। স্যার নরেন্দ্রকৃষ্ণ দেব বাহাদুর, কে, সি, আই, ই, রাজা রাজকৃষ্ণের পুত্র এবং মহারাজ নবকৃষ্ণের পৌত্র। মহারাজ নরেন্দ্রকৃষ্ণ, তাহার সময়ে একজন সৰ্ব্বজন-বিদিত ও সম্মানিত ব্যক্তি ছিলেন। সাধারণ রাজকাৰ্য্য ও সভা-সমিতিতে তিনি অবাধে যোগ দান করিতেন। কলিকাতার সুবিখ্যাত জীদার-সভা বা ব্রিটিশ-ইণ্ডিয়ান-এসোসিয়েসন, মহারাজ স্যার নরেন্দ্রকৃষ্ণকে তাহাদের প্রেসিডেন্ট নির্বাচিত করিয়াছিলেন। মহারাজ নরেন্দ্রকৃষ্ণ, বড়-লাটের মন্ত্রণা-সভার একজন সদস্যপদেও নির্বাচিত হইয়াছিলেন। স্যার রাজা রাধাকাস্তের লেন । ब्रांछीं স্যার রাধাকান্ত দেব, রাজা গোপীমোহনের একমাত্র જા শোভাবাজার রাজবংশের তিনি কুল-প্ৰদীপ। স্বপ্রসিদ্ধ শৰ ক্ষয়ক