পাতা:কলিকাতা সেকালের ও একালের.djvu/৮৭৬

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

কলিকাতা সেকালের ও একারে । تعطينا मांभांश्नांrब्र, भूमब्रांब ३श नामबाजांय्द्र नद्रिबर्डिंठ कब्रिकाशिगन। আবার অন্যমতে, শ্যামবাজার নাম অন্য কারণ হইভে হইয়াছে। a কথা আমরা পূর্বেই বলিয়াছি। কলুটোলায় শোভারাম বসাকের নাম একটা ষ্ট্রট ও বড়বাজারে একটা লেন আছে। 蟒 শঙ্কর ঘোষের লেন । দৈবকীনন্দন ঘোষ, আড়পুলীর ঘোষ-পরিবারের আদি-পুল। দৈবকীনন্দমই, সৰ্ব্বপ্রথমে কলিকাতায় আসিয়া বসবাস করেন । উনি পুত্ৰগণের নাম-উদয়রাম, লক্ষ্মীনারায়ণ, মনোহর, গোকুল ও গোn. চাদ ঘোষ। ইহার আড়পুলীর ঘোষ-বংশ বলিয়। পরিচিত। দৈবক্ষনম্বনের পৌত্র, রামশঙ্কর ঘোষের নাম হইতে বর্তমান গলিটার নামকরণ হইয়াছে। রামশঙ্কর ঘোষ মহাশয়, “শঙ্কর-ঘোষ” নামেই সাধারণে পরিচিত । ছিলেন । কোন ইংরাজ-কাপ্তেনের অধীনে, বেনিয়ানের কাজ করিয়া, শঙ্কর ঘোষ, প্রচুর বিত্তশালী হয়েন। এই অর্থের অধিকাংশই তিনি ধর্গার্ধে | ব্যয় করিয়া যান। কলিকাতা চোরবাগানের মোড়ে, অর্থাৎ কর্ণওয়ালিস m ফ্রাটের উপর, এই শঙ্কর ঘোষ-প্রতিষ্ঠিত “সিদ্ধেশ্বরী" কালীমন্দির আজও বর্তমান । মন্দিরগাত্রে আবদ্ধ, প্রস্তরফলকে—“শঙ্কর হৃদয়-মাঝে কালী বিরাজে” এই কয়টা কথাই—শঙ্কর ঘোষের স্বতি, বর্তমানের সহিত জড়িত করিয়া রাখিয়াছে। বিদ্যাসাগর স্ট্রট । দয়ার সাগর-ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর মহাশয়ের গৌরবান্বিত নামে—এই পথের নামকরণ হইয়াছে। বিদ্যাসাগর নিজেই তাকার কীৰ্ত্তিস্তম্ভ প্রতিষ্ঠা করিয়া গিয়াছেন। এ পথটর এরূপ নামকরণে বড় কিছু আসে যায় না। প্তাহার প্রথমভাগ, দ্বিতীয়ভাগ, বর্ণপরিচয় পড়িয়া, বাঙ্গালী কয়েকযুগ ধরিয় তাহীদের মাতৃভাষা শিক্ষা করিয়া আসিতেছে। এরূপ উদ্যোগী, শ্রমশীল কৰ্ম্মবীর বদদেশে কেন—সমগ্র ভারতে আর দ্বিতীয় কেহ জন্সিয়াছেন কি না, তাহ জানি না। ১২২৭ সালে ( ১৮২০ খ্ৰীঃ অৰুে ), शैबनिश् গ্রামে উহার জন্ম হয়। ইহার পিতার নাম ঠাকুরদাস বন্ধ্যোপাধ্যা जननैौब्र नाभ उशबडौ cमौ ! *ाङ्कङ्गनाट्नङ्ग अबइ ङांण श्णि नी। নয় বৎসর বয়সে পিতার সঙ্গে, বীরসিংহ হইতে বিদ্যাসাগর পদব্রণে কলিকাতায় আগমন করেন। ১৮৫৯ খৃঃ পক্ষে সংস্কৃত-কলেজে ভর্টি ল'