পাতা:কলিকাতা সেকালের ও একালের.djvu/৮৭৮

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

৮৪• কলিকাতা সেকালের ও একারে। পার্জনের প্রধান উপায় হইয়াছিল এবং ইহা হইতেই বিন্যাসাগর প্রয় ধনশালী হয়েন। পরদুঃখে বিদ্যাসাগরের হৃদয় স্বতঃই বিচলিত হইত। এরূপ দানবীর, অধুনাতন যুগে খুব কমই জন্মিয়াছেন। উড়িষ্যার ছত্তিক্ষের সময়ে (১৮৬১ খৃঃ অৰে) নিজ জন্মক্ষেত্র বীরসিংহ গ্রামে অন্নসত্র খুলি, বিদ্যাসাগর মহাশয়, ছয়মাসকাল শত সহস্ৰ বুভূক্ষুর জঠরজাল নিবারণ করেন ও অনেক বস্ত্রহীনকে বস্ত্রদান করেন । কলিকাতার মেট্ৰপলিটান-কালেজ তাহার অবিনশ্বর কীৰ্ত্তি। ১৮৭৯ খ. অব্দে মেট্ৰপলিটানে বি, এ, ক্লাদ খোলা হয়। ১৮৮০ খৃঃ অন্ধে বিদ্যাসাগর গবর্ণমেন্টের নিকট সি, আই, ই, উপাধি লাভ করেন। তাহার নিজ জন্মভূমি বীরসিংহ গ্রামেও তিনি একটী উচ্চ-শ্রেণীর বিদ্যালয় স্থাপন করিয়াছিলেন। অনেক অনাথ জরিজ-বালক র্তাহার অর্থসাহায্যে লেখা পড়া শিখিয়া, মানুষ হইয়াছেন। অত বড়, বিদ্যাসাগরের জীবনের সব কথা, এই ক্ষুদ্র স্থানে বলা অসম্ভব। ১৮৯১ খৃঃ অব্দের ২৯এ জুলাই, বাঙ্গালীর বিদ্যাসাগর অনন্তধামে গমন করেন। বলরাম মজুমদারের ষ্ট্রীট। কুমারটুলীর মজুমদার পরিবার বহুদিন হইতে বিখ্যাত। রামচজ ঘোষ, এই পরিবারের আদিপুরুষ। হুগলীর নিকটস্থ আকনা গ্রাম হইতে আসিয়া, ইনি সুতালুটার অন্তর্গত কুমারটুলীতে বাস করেন। নবাবের নিকট হইতে ইনি মজুমদার উপাধি লাভ করায়, এই পরিবার তদবধি কুমারটুলীর মজুমদার-পরিবার বলিয়া বিখ্যাত হইয়াছেন। বলরাম মজুমদার এই রামচন্দ্র ঘোষের ভ্রাতার পৌত্র। এই মজুমদার পরিবার কাশতে শিব স্থাপন—মহেশে স্বাদশ মন্দির নির্বাণ, কলিকাতা স্থা টুলিতে ঘাট-প্রতিষ্ঠা দ্বারা কীৰ্ত্তিমান হইয়াছেন। * হিদেরাম বন্ধ্যোপাধ্যায় বা হৃদয়রাম বন্ধ্যোপাধ্যায়, সেকালের কrি কাতার একজন গণনীয় লোক ছিলেন। তাহার নামেই বৰ্তমান গটিং নামকরণ হইয়াছে। সেকালে বহুবাজার অঞ্চলে অনেক ব্রাহ্মণ, কারণে বসবাস হইয়াছিল। তাহার কোম্পানীর আমলে ব্যৰলা বালি " চাকরী দ্বারা প্রচুর বিত্তসম্পন্ন হইয়াছিলেন। - দ্বারাম একজন ক্রিা" BBB BBDD BBBBBBB BB BBBB BDDB BBBS