পাতা:কলিকাতা সেকালের ও একালের.djvu/৮৮৩

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

চতুৰ্ব্বিংশ অধ্যায়। br8● ন-প্রসিদ্ধ অভিনেতা বাবু চুনীলাল দেব ও নিধিলেক্সকৃষ্ণ দেব, নাট্যাচাৰ্য্য সিরিশচন্দ্রের প্রিয় শিষ্য ও নাট্যজগতে যশস্বী অভিনেতা। গিরিশচন্দ্র বোরের স্থতির সহিত কলিকাতার থিয়েটারগুলির অস্তিত্ব সৰ্ব্বাবধায়ে জিড়িত। গিরিশচন্দ্র নিজের কীৰ্ত্তি, নিজেই প্রতিষ্ঠা করিয়া গিয়াছেন। গিরিশচন্দ্র রামকৃষ্ণ পরমহংস দেবের একজন প্রধান ভক্ত-শিষ্য। গিরিশচক্সের শেষ জীবনে রচিত তপোবল এবং শঙ্করাচাৰ্য্য, তাহার আধ্যাত্মিক উৎকর্ষের অমৃতময় ফল । নিমু গোসাইয়ের গলি । আজও একটা প্রবাদ-বাক্য কলিকাতায় প্রচলিত আছে—যে “জন্মের মধ্যে কৰ্ম্ম নিমাই, চৈত্রমাসের রাস।” নিমাইচাঁদ গোস্বামী, আহিরীটোলা গোসাই-বংশের মধ্যে বিশেষ প্রতিষ্ঠাপন্ন হন। এখনও উহার বংশধরেরা পৈত্রিক-ভদ্রাসনে বহু গোষ্ঠীরূপে বাস করিতেছেন। निम्। গোসাইয়ের রাস, সেকালের কলিকাতার একটা দর্শনীয় ব্যাপার ছিল । নানা দেশ হইতে দর্শকগণ এই রাস দেখিতে আসিত। চৈত্র মাসেই এই রাস হইত। এই গোসাই-বংশ এখনও উন্নত অবস্থাসম্পন্ন। খেলাতচন্দ্র ঘোষের লেন । খেলাতচক্স ঘোষ, দেওয়ান রামলোচন ঘোষের পৌত্র। দেওয়ান রামলোচন, গভর্ণর-জেনারেল ওয়ারেণ হেষ্টিংসের দেওয়ান ছিলেন। আবার কোন কোন মতে, তিনি লেডি-হেষ্টিংসের বেনিয়ান ছিলেন। সাধারণতঃ তিনি গভর্ণরের দেওয়ান বলিয়াই পরিচিত। পাথুরিয়াঘাট অঞ্চলে এই দেওয়ান রামলোচনের বংশধরেরা—পাশাপাশি প্রাসাদতুল্য অট্টালিকা নিৰ্ম্মাণ করিয়া, বহুদিন হইতে এ অঞ্চলে বাস করিতেছেন। পাথুরিয়া ঘাটার ঘোষবংশ, বিশেষতঃ খেলাত ঘোষ মহাশয়, অনেক ক্রিয়াকৰ্ম্ম করিয়া যশস্বী হন । খেলাতচন্দ্রের খুল্লতাত, আনন্দনারায়ণ ঘোষ। সেকালের **তগার বাজার, সৰ্ব্বপ্রথমে আনন্দনায়ায়ণ কর্তৃক প্রতিষ্ঠিত হয়। তখন হৈার নাম ছিল “আনন্দ-বাজার।” খেলাতচন্দ্রের উপযুক্ত পুত্র, রমানাথ ঘোষ মহাশয় পিতার পদাঙ্কাকুসরণে, ক্রিয়াকলাপাদি বজায় রাখিয়া, एवृरी হইয়া গিয়াছেন। - কালীপ্রসাদ দত্তের ষ্ট্রট। চূড়ামণি দত্তের পুত্রের নাম—কালীপ্রসাদ দত্ত। কালীপ্রসাদ নভেৱ