পাতা:কলিকাতা সেকালের ও একালের.djvu/৮৮৭

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

চতুৰ্ব্বিংশ অধ্যায়। b-8。 ७३ बङ्गबांछांदब्र, cनंठे-बश्रीब्र थनिरू विथइ cशांदिन बैोठे, जांज७ বর্তমান । কোম্পানীর প্রখৰ আমলে—যাদবেন্দু শেঠ, বৈষ্ণবচরণ শেঠ শোভারাম বসাক, বৃন্দাবন বসাক ও কৃষ্ণচন্দ্র বসাক, বিশেষ সন্মানিত ব্যক্তি ছিলেন। বৈষ্ণবচরণ শেঠ পরম হিন্দু ও অতি ধর্শ্বপরায়ণ ছিলেন। সোমনাথ ও দ্বারকানাথের স্বানের জন্ত—আবার কোন কোন মতে, যাক্সাজ-প্রদেশের রামরাজা বিগ্রহের জন্য, তিনি লীলমোহর করিয়া গঙ্গাজল পাঠাইয়া দিতেন। এই ধাৰ্শ্বিক বৈষ্ণবচরণের নামে বর্তমান গধটার নামকরণ হইয়াছে। विख्न छैौछे । স্যর সিসিল বিডন ১৮৬২ খৃঃ অব্দের এপ্রিল হইতে আরম্ভ করিয়া, পাচ বৎসরকাল বঙ্গদেশের লেফটেনাণ্ট-গবর্ণরের পদে কাৰ্য্য করিয়াছিলেন । ছোট লাট বিভনেয় নামেই বৰ্ত্তমান বিডন-স্ট্রীটের নামকরণ হইয়াছে । কয়েকটা এদেশীয় নাট্যশালার জন্য, এই বিডন-স্ট্রীট, সৰ্ব্বসাধারণের নিকট বিশেষভাবে পরিচিত। এই বিডন-স্ত্রীটের উপরই, স্বৰ্গীয় রামদুলাল সরকারের প্রাসাদতুল্য আবাস-ভবন । স্যর সিসিল বিডনের নাম, কেবল এই পথটা নহে—“বিডন-গার্ডেনের" সহিতও বিজড়িত । এই উদ্যানটী সাধারণের সান্ধ-ভ্রমণ-ক্ষেত্র। কলিকাতা সহরের প্রধান জনপূর্ণ স্থানের মধ্যে এই উন্মুক্ত ভ্রমণক্ষেত্র, শ্রান্ত নগরবাসীগণের পক্ষে বড়ই সারামপ্রদ স্থান। জনপ্রবাদ, এথন যেস্থান অধিকার করিয়া বিডন-বাগান প্রতিষ্ঠিত, এইস্থানে ইতিহাস-প্রসিদ্ধ মহারাজ নন্দকুমারের কলিকাতার জাবাসবাট ছিল । বেলভেডিয়ার রোড । বাঙ্গালার ছোট-লাটগণের আবাসস্থান ছিল বলিয়া, বেলভেডিয়ার এখন গৰ্ব্বজন পরিচিত। এই বেলভেডিয়ার রোডের আশে পাশে, দূরে "রে, সেকালের অনেক উচ্চপদস্থ ও গণনীয় ইংরাজগণ বসবাস করিতেন । ভারেণ হেষ্টিংস, স্যর ফিলিপ ফ্রালিস প্রভৃতি এইস্থানে বাগান-ৰাটীতে *" कबिरठन । जनथराष्ट्र ७३, भनिना बिक्लाउ श्रेबा, नबाब मैौब्रजांकडू ধন কলিকাতার জালিরা বাস করেন, তখন এই ৰেলভেড়িয়ার লাভের সান্নিধ্যেই, তাহার কলিকাতার আবাস-বাট ছিল। এসম্পত্তি " তিনি ওয়ারেণ হেষ্টিংসকে দিয়া যান। আর একটা জনগ্রস্থান এই,

  • 9 on