পাতা:কলিকাতা সেকালের ও একালের.djvu/৮৮৮

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

৮৫e কলিকাতা সেকালের ও একালের । , বর্তমানে বেস্থানে জুওলজিকাল বাগান প্রতিষ্ঠিত, সেই স্থানে মীরজাদ প্রণয়িনী, ইতিহাস প্রসিদ্ধ মণি-বেগমের জন্ত একটা ক্ষুত্র প্রাসাদ নিধিত্ব হয়। এখনও এইস্থানকে লোকে "বেগম-বাটা" বলিয়া থাকে। বেল ভেডিয়ার রাজপ্রাসাদের পার্থেই ইতিহাস প্রসিদ্ধ Duel Avenue a স্বস্বযুদ্ধের স্থান। এইস্থানে কেন্সিলের মেম্বর, স্যর ফিলিপ ফ্রান্সিসের সহিত গবর্নর-জেনারেল ওয়ারেণ হেষ্টিংসের দ্বস্বযুদ্ধ হয়। ইহার অদূরেই কৌলিলের অন্ততম সদস্য, বারওয়েল সাহেবের বাটা। এই বাট বর্তমানে Kidderpur House forgi off5 5 1 ব্রিটিশ-ইণ্ডিয়ান ষ্ট্রট । গ্রেট-ইষ্টারণ হোটেলের পার্থ হইতে, এই গলিট আরম্ভ হইয় বরাবর বেন্টিঙ্কস্ট্রীটে গিয়া মিশিয়াছে। ইহার পুরাতন নাম রাণী মুদির গলি। নবাব সেরাজউদৌল, যখন কলিকাতার পুরাতন দুর্গ আক্রমণ করেন, তখন এই রাণীমুদির গলি বা ব্রিটিশ-ইণ্ডিয়ান-স্ত্রীটের সার্মিধ্যে নবাব-সৈন্যের আক্রমণে বাধা দিবার জন্য, একটা তোপখানা বা ব্যাটারি স্থাপিত হয়। এই পথের পাশ্বেই ব্রিটিশ-ইণ্ডিয়ান বা জমীদার সভা । এই জন্তই পথটর এইরূপ নামকরণ। সুপ্রসিদ্ধ প্রত্নতত্ত্ববিৎ মিঃ এ, কে, রায় ও মিঃ কটন প্রভৃতির সিদ্ধান্ত এই—“বর্তমান গ্রেট ইষ্টারণ ছোটেলের নিকট সেরাজ সৈন্যকে বাধা দিবার জন্য, একটী ব্যাটারি বা তোপমঞ্চ স্থাপিত হয়। এখানে ইংরাজ পক্ষ প্রাণপণে নবাব সৈন্তকে বাধা দিয়াছিলেন। “রণমদ গলি" হইতে এই রাণী মুদী নামকরণ হওয়া সম্ভব।" রাণীমুনী বলিয়া কোন মুী সেকালে এস্থানে ছিল কি না, তাহ বলা দুর। কেহ কেহ অনুমান করেন,চন্দ্রপাল হইতে যেমন চাদপাল-ঘাট নাম হইয়াছে, সেইরূপ রাণীমূৰী হইতে এই গলির সেইভাবে নামকরণ হইয়াছিল। প্রতাপ চট্টোপাধ্যায়ের গলি। - T মেডিকেল-কলেজের অপর পারে প্রতাপ চট্টোপাধ্যায়ের গলি। সাহিত্য-সম্রাট বঙ্কিমচঞ্জ, এই গলিতে জীবনের শেষ অবস্থায়,বাস করিা: ছিলেন। লর্ড কর্জন, এই সৰ্ব্বজন পূজ্য প্রতিভাময় ঔপন্যাসিকের পতি ब्रक्रांब्र जना, हेशंग्न बा?ीब्र शांदब्र ७क?ी थछद्र-झनक भांब्रिड्रां निनाद"" কাটালপাড়ার পৈত্রিক বাসস্থান ত্যাগ করিয়া আসিবার পর,বস্থাি धरे दांश्लेने कंब करग्रन। ५३ वाणेtङई ॐशब জীবনের শেভাগেদি