পাতা:কলিকাতা সেকালের ও একালের.djvu/৮৯২

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

w"Q8 কলিকাতা সেকালের ও একালের । মহাশয়ের প্রাসাদতুল্য বাটা পৰ্য্যন্ত গিয়াছে। বাৰু শ্ৰীনাথ দাস–হাইকোটের একজন নামজাদ উকীল ছিলেন । এই ওকালতী কাজে, তিনি প্রচয় অধোপার্জন করেন। নানাবিধ ক্রিয়াকলাপাদি করিয়া, জনাথ দাগ মহাশয়, নিজের নাম কলিকাতা-সমাজে সুপরিচিত করিয়া গিয়াছেন। ইহার এক পুত্র, উপেন্দ্রনাথ দাস মহাশয়, সুপ্রসিদ্ধ শরৎ-সরোজিনী ও স্বরেন্দ্র-বিমোদিনী নামক ছুইখানি শ্রেষ্ঠ নাটক রচনা করেন। সেকালের থিয়েটারে, এই ছুইখানি নাটক একদিন মহাসমারোহে অভিনীত হইয়াছিল। বাবু স্ত্রনাথ দাসের অন্যতম পুত্র, বাৰু জ্ঞানেন্দ্রনাথ দাস এম, এ, বি, এল, মহাশয় “সময়” নামক সুবিখ্যাত সংবাদ-পত্রের সম্পাদক । আনন্দ চট্টোপাধ্যায়ের গলি । এ গলিটী স্বনামখ্যাত “অমৃতবাজার—পত্রিকার” জন্য বিশেষরূপে পরিচিত। আবার এই অমৃতবাজার পত্রিকার সহিত, স্বৰ্গীয় বাবু শিশির কুমার ঘোষের নাম বিশেষরূপে বিজড়িত। এরূপ তেজস্বী, নির্ভীক ও স্পষ্ট ৰাল সম্পাদক, বঙ্গদেশে খুব কমই জন্মিয়াছেন। যশোহর জেলার মাগুরার সুবিখ্যাত ঘোষবংশে শিশিরকুমারের জন্ম। এইস্থানে শিশিরকুমার, প্রথমে অমৃতবাজার পত্রিকা বলিয়া একখানি বাঙ্গলা সংবাদপত্র প্রকাশ করেন। প্রজার পক্ষ তিনি চিরদিনই সমর্থন করিয়া আসিয়াছেন। নীলকরদিগের অত্যাচার দর্শনে ও তাহার প্রতিবিধানার্থে এবং সমস্ত ঘটনা গবর্ণমেন্টের গোচরে , আনিবার জন্য, বাঙ্গালা “অমৃতবাজারের” উৎপত্তি। ১৮৬৮ খ্ৰীঃ অব্দে, বাঙ্গালা অমৃতবাজারের প্রথম প্রচার হয় । ১৮৭৯ খ্ৰীষ্টাঙ্গে মুজাফক্সের স্বাধীনতায় হস্তক্ষেপ করিয়া, গবৰ্ণমেন্ট এক আইন প্রচার করেন। এই সময় হইতে, অমৃতবাজার ইংরাজীতে সম্পাদিত হইতে থাকে। আগে ইহা সাপ্তাহিক ছিল, পরে দৈনিকে পরিণত হয়। ১৮৮১ খৃঃ অব্দে অমৃতবাজার কার্য্যালয়, কলিকাতায় আসে। শিশির বাবু তাহার ভ্রাতৃগণ সহ কলিকাতাতেই বসবাস করিতে থাকেন। শিশিরকুমার একজন পরম বৈষ্ণব। তাহার ইংরাজী ভাষায় Lord Gouranga এর জীবন-কথা সৰ্ব্বত্র সমাদৃত । “জমির-নিমাই-চরিত" প্রভৃতি সুবৃহৎ বৈষ্ণবগ্রন্থ ইহারই রচিত। ঐচৈতন্তের জন্মদিনে, ইছারই না, কলিকাতার বিডন-গার্ডনে একটা বাৎসরিক উৎসাহীন বা sfirstei sursetur, fen Hindu spiritual magazie "