পাতা:কলিকাতা সেকালের ও একালের.djvu/৮৯৯

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

চতুৰ্ব্বিংশ অধ্যায়। جوانتو রামচন্দ্রের সর্বকনিষ্ঠ পুত্র স্যর রমেশ্চন্দ্র । বহুকাল হইতেই রমেশ্চত্র, দেশিক্ষায় প্রগাঢ় মনোযোগী ছিলেন। রমেশ্চন্দ্র প্রেসিডেন্সি-কলেজ হইতে রি, এল, পরীক্ষায় উত্তীর্ণ হইয়া ওকালতি আরম্ভ করেন। উকীল হইবার পর, রমেশচন্দ্র সর্বপ্রথমে সদর-দেওয়ানী-আদালতে ও ভূপেরে হাইকোর্টে প্রাকটিশ আরম্ভ করেন। কয়েক বৎসর কালের মধ্যে, তাহার যশঃপ্রতিভা চারিদিকে বিকীর্ণ হয়। জজ অমুকুলচন্দ্র মুখোপাধ্যায়ের মৃত্যুর পর, রমেশ্চন্দ্ৰ হাইকোটের জজের পদে নিযুক্ত হন। ১৮৭১ হইতে ১৮৯০ খৃঃ অন্ধ পৰ্য্যস্ত, ইনি জঙ্গীয়তী করিয়াছিলেন । এই সময়ের মধ্যে, ছুইবার তিনি মহামান্ত হাইকোটের প্রতিনিধি চিফ জষ্টিস্ বা প্রধান-জজের পদলাভ করেন। এরূপ সৌভাগ্য চন্দ্রমাধববাবু ভিন্ন আর কোন বাঙ্গালীরই এ পর্য্যস্ত ঘটে নাই। পাবলিকসাভিস্-কমিশনের সদস্য রূপেও রমেশ্চন্দ্র বিশেষ দক্ষতার সহিত কাৰ্য্য করেন। ইনি বড়-লাট-বাহাদুরের ব্যবস্থাপক-সভার সভ্যপদে নিৰ্ব্বাচিত হইয়া, যথেষ্ট কৃতিত্ব দেখাইয়াছিলেন । ইহার পর রমেশ্চন্দ্র কে,সি, আই, ই উপাধি পান। ১৮৯৯ খৃঃ অকে, জুলাই মাসে রমেশচন্দ্র পরলোক গমন করেন । ইহঁর উপযুক্ত পুত্র বারিষ্টার মিঃ বি, সি, মিত্ৰ মহোদয় এখন হাইকোটের ষ্ট্যাণ্ডিং-কাউন্সিল পদে নিযুক্ত আছেন। চন্দ্রনাথ চট্টোপাধ্যায়ের গলি (ভবানীপুর)। • চন্দ্রনাথ চট্টোপাধ্যায়ের গলি ও বর্তমান হরিশ্চন্দ্র মুখোপাধ্যায় রোডের সন্ধিস্থলে, ষে ত্রিতল প্রাসাদতুল্য বাট বর্তমান, তাহার অধিকারী স্যর চন্দ্রমাধৰ ঘোষ । ইনি হাইকোর্টের জজীয়তী করিয়া বর্তমান সুস্থদেহে অবসর সুখ উপভোগ করিতেছেন । চক্সমাধবের জন্মস্থান ৰিক্রমপুর। ইহার পিতৃদেব রায়বাহাদুর দুর্গাপ্রসাদ ঘোষ মহাশয়, ডেপুট-কালেক্টরের পক্ষে নিযুক্ত ছিলেন। ১৮৫৯ খৃঃ আবে ঘোষজ মহাশয়, ওকালতী পরীক্ষায় দক্ষতার মহিত উত্তীর্ণ হন। তৎপরে কিয়ৎকাল বৰ্দ্ধমানের উকীল-সরকারের কাজও করিয়াছিলেন। তৎকালীন কালেক্টারের সহিত স্বাধীনচেতা চঞ্জমাধবের নিবনাও না হওয়াতে, তিনি এই উকীল-সরকারের পদ ত্যাগ করিয়া ডেপুট-কালেক্টার হয়েন । তৎপরে এই ডেপুটীগিরি ত্যাগ করিয়া, তিনি বাইকোটে প্রাকৃটিস আরম্ভ করেন। দ্বারকানাথ মিত্র মহাশয় যে Rentcase মোকদ্ধমার প্রধান উকীল ছিলেন, সেই মোকদমাতেই মনীত্ত্বি