পাতা:কলিকাতা সেকালের ও একালের.djvu/৯০৭

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

পঞ্চৰ্ব্বিংশ অধ্যায়। bや> টীকা লাগিয়াছিল।” এই বাড়ীর বাহ-দৃশ্ব ও নিৰ্ম্মাণ-প্রণালী বিলাতের ডব্বিশায়ারের “কেডলষ্টন-হলের" মত। বিলাতের এই প্রাসাদ-তুল্য কেডলষ্টন-হল, বর্তমানে, আমাদের ভূতপূৰ্ব্ব গবর্ণর-জেনারেল লর্ড কর্জনের সম্পত্তি। এই বাটী নিৰ্ম্মাণ সময়ে, গবর্ণর-জেনারেল লর্ড ওয়েলেসলি, কলিকাতার বর্তমান ফোট-উইলিয়াম দুর্গের মধ্যে, এটাে অট্টালিকায় বাস করিতেন। এখন এই বাড়ীটি “আউটরাম-ইন্‌ষ্টিটিউট” বলিয়া সাধারণে পরিচিত। ১৮৯২ খ্ৰীষ্টাব্দে ৪ঠা মে, লর্ড'ওয়েলেসলী বৰ্ত্তমান লাট-প্রাসাদে প্রথম প্রবেশ করেন। এই দিনে “শ্রীরঙ্গপত্তনের-বিজয়োৎসব” এই নবনিৰ্ম্মিত লাট-প্রাসাদেই, মহা সমারোহে অনুষ্ঠিত হয়। সম্মুখেই অর্থাৎ উত্তরদিকে “গ্রাণ্ড-ষ্টেয়ার-কেস” বা প্রাসাদে যাইবার বিস্তৃত অধিরোহিণী শ্রেণী। এরূপ সুদীর্ঘ সিড়ি কলিকাতায় কোন প্রাসাদতুলা বাড়ীতেই নাই। সিড়ির উপর “পোটিকে” বা সুদীর্ঘ থামওয়াল বারান্দ। । রাস্ত হইতে এ বারান্দাটা বড় সুন্দর দেখায়। বড়লাট-সাহেবগণ সিমলা হইতে ইতিপূৰ্ব্বে যখন কলিকাতায় আসিতেন, কিম্বা কোন নূতন বড়লাট যখন বিলাত হইতে আসিতেন, তখন এই “পোটি কোর" নিয়ে, উচ্চপদস্থ রাজকৰ্ম্মচারিগণ ও দেশীয় রাজন্তবৃন্দ সমবেত হইয়া, উাহার সম্বৰ্দ্ধনা করিতেন । রাজধানী দিল্লীতে স্থানান্তরিত হইবার পর, বঙ্গদেশের গবর্ণর-বাহাদুরকে এই স্থানে সস্বৰ্দ্ধনা করা হয়। এই অধিরোহিণী-শ্রেণীর সম্মুখের জমীতে, একটী পাখাওয়ালা সুবৃহৎ কামান আছে। ভূতপূৰ্ব্ব গবর্নর-জেনারেল লর্ড এলেন্ধরা, চীনযুদ্ধের স্থতি চিহ্ন স্বরূপ, এই লুষ্ঠিত কণমানটী এখানে সংস্থাপিত করেন । বৰ্ত্তমান গবর্ণমেণ্ট হাউসের কম্পাউণ্ডের মধ্যে, এইরূপ আরও অনেকগুলি তোপ ব্রিটশ-বাহিনীর বিজয়চিহ্ন স্বরূপ সংস্থাপিত আছে। তন্মধ্যে • শিখযুদ্ধে সংগৃহীত কামানগুলিই, বিশেষভাবে উল্লেখযোগ্য। লাট-প্রাসাদটী এমন কৌশলের সহিত নিৰ্ম্মিত, ষে সকল ঋতুর সকল সময়েই, ইহার উপরিতলের কক্ষগুলি বিশুদ্ধ বায়ুপ্রবাহ পরিপূর্ণ থাকে। এই পটিকো’র উপরে, ভারত-সম্রাটের যে রাজচিহ্ন খোদিত আছে—লর্ড কৰ্জ্জন তাহ নিৰ্ম্মাণ করাইয়া দেন। আগে লাট-প্রাসাদের গাত্ৰট, হরিজাবর্ণে টুর্ণকাম করা হইত। লর্ড কর্জনের আমলে, ইহা শ্বেতবর্ণে পরিবৰ্ত্তিত ইওয়ায়, প্রাসাদের সৌন্দর্য্য আরও বুদ্ধি পাইয়াছে। EBSBB B BBB BBSEYBB BS BBBBBB S BBBB