পাতা:কলিকাতা সেকালের ও একালের.djvu/৯০৮

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

b-olo কলিকাতা সেকালের ও একালের পূৰ্ব্বদিকে কৌন্সিল রূয, বা বড়লাট-বাহাদ্বরের মন্ত্রণাসভাগৃহ বর্তমান। কাউন্সিল রূমের পূর্বদিকে “থোন-ক্কম", (Throne-Room) এইস্থানে টিপু মুলতানের ব্যবহৃত, একখানি স্বর্ণমণ্ডিত সিংহাসন প্রতিষ্ঠিত ছিল। এই দ্বিতলের উপরই “ডাইনিং-রূম” বা ভারত-রাজপ্রতিনিধির ভোজনাগার , এই প্রাসাদের কয়েক্ট বড় বড় হল, সাধারণ রাজকাৰ্য্য সম্বন্ধে দরবার এবং লেভি প্রভৃতি উৎসব কায্যের জন্য ব্যবহৃত হইত। সেকেণ্ড-ফ্লোর বা ত্রিতলে—“বলব্ধম”। বড়লাট-সাহেবের বাড়ীর বলরূমের সৌন্দর্য্য অবর্ণনীয়। এই হলের দুই ধারে, পঙ্কের কাজ করা সোণালি-রঞ্জিত অসংখ্য উজ্জ্বল শ্বেতবর্ণের স্তম্ভশ্রেণী। বলরূমের নিম্নভাগ, চকুচকে পালিশ করা কাষ্ঠে নিৰ্ম্মিত। উপরে অসংখ্য ঝাড় ও চতুদিকে সোণালী মণ্ডিত দর্পণশ্রেণী । এই লাট-প্রাসাদে ভূতপূৰ্ব্ব গবর্ণর-জেনারেল ও ভাইসরয়গণের অনেক আয়েল-পেইণ্টিং বা দেহপ্রমাণ তৈল-চিত্ৰ বৰ্ত্তমান ছিল । কোন গৃহে কিরূপ চিত্রদি ছিল, তাহার সংক্ষিপ্ত পরিচয় নিয়ে দিতেছি । এই চিত্রগুলির মধ্যে অনেকগুলি অতি পুরাকালের । বড়লাট বাহাদুরের ভূতপূৰ্ব প্রাসাদে রক্ষিত চিত্রাবলীর সংক্ষিপ্ত বিবরণ। (কৌন্সিল-চেম্বার বা মন্ত্রণাগৃহ । ) ছবির নাম ও সংক্ষিপ্ত চিত্রকরের নাম ও পরিচয় । অন্যান্য মন্তব্য । SAASAASAASAASAASAAAAASA SSASAS SSAS SSAS S ভাইকাউণ্ট হার্ডিঞ্জ— জন্ম - জন্ম-মৃত্যু ১৮৭৬ খৃঃ) বর্তমান বড়লাটের পুর্ণপুরুষ । ইস্থারই আমলে ইতিহাস-প্রসিদ্ধ শিপযুদ্ধ হয়। শিখযুদ্ধে জি, এফ, ক্লার্ক। জয়ী হওয়ায়, ইহার যশ প্রতিভা চারদিকে বিস্তীর্ণ হইয়। পড়ে । ১৮৪৪–৪৮ গ” পৰ্য্যস্ত ইনি লাটসাহেব ছিলেন । ২। আরল অব এলগিন এবং কিংকার७ोईन-(छत्र ১৮১১ খৃষ্টাব্দ–মৃত্যু ১৮৬৩ থষ্টাব্দ ) । ১৮৬২ হইতে ১৮৬৩ খঃ অন্ধ ইনি গবর্ণর-জেনারল ছিলেন ।