পাতা:কলিকাতা সেকালের ও একালের.djvu/৯১৪

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

৮৭৬ কলিকাতা সেকালের ও একালের । ছবির নাম ও সংক্ষিপ্ত চিত্রকরের নাম ও পরিচয় । অন্তান্ত মন্তব্য । جسيماجيسي ديسمحم ১৮৪৮–১৮৫৬ খ, অব্দ পর্য্যন্ত কাৰ্য্য করেন। ইহঁার আমলে, ভারতবর্ষে প্রথম রেলওয়ে ও টেলিগ্ৰাক্ষ-প্রতিষ্ঠা হয়। অৰ্দ্ধআনার ডাক টিকিট, ইহঁরই তামলেই প্রথম প্রচ哆 লিত হইয়াছিল। রেল খাল প্রভৃতির উন্নতির সহিত, ইহার শাসনকালে সরকারী “পুর্ভাবভাগ” বলিয়। একটা স্বতন্ত্র বিভাগ সৰ্ব্বপ্রথমে প্রতিষ্ঠিত হয়। দ্বিতীয় শিখ-যুদ্ধ, দ্বিতীয় বর্শ্বযুদ্ধ, ইহঁর আমলের প্রধান ঘটনা। ১৮৫৬ খ, অব্দে ইনি অযোধ্যায় নবাব ওয়াজিদ আলিকে সিংহাসনচু্যত করিয়া, অযোধ্য প্রদেশ ইংরেজাধিকার ভুক্ত করেন। ২২ । আরল অব এলেম্বর – জন্ম ১৭৯০ খ,ঃ—মৃত্যু ১৮৭১ খ: ) ১৮৪২–৪৪ থ: অন্ধ পর্য্যন্ত গবর্ণর জেনারেলের পদে নিযুক্ত ছিলেন। লর্ড অকলাণ্ডের সময়, কাবুল-যুদ্ধে সমস্ত ইংরাজ-সেনাই নিহত হয় । এই শোচনীয় ব্যাপারের প্রতিশোধ লইবার জন্য, লর্ড এলেনবরা পুনরায় ব্রিটিশ-সম্মান রক্ষার জন্য, কাবুলে সেন প্রেরণ করেন। এই সৈন্যদল cऊ, cश्ड्रेन है কাবুল অধিকার করিয়া-ইংরাজ-বন্দীদিগকে উদ্ধার করে। ইহঁণর আমলে, সিন্ধুদেশের আমীরদের সহিত যুদ্ধ ঘটে এবং ব্রিটিশসৈন্য বিজয়ী হওয়ায়, সিন্ধুদেশ ইংরাজের দখলে আসে। গোয়ালিয়রের উত্তরাধিকারিত্ব লইয়া গোলযোগ ঘটায়, লর্ড এলেনবরা, গোয়লিয়রে সেনা-প্রেরণ করেন। মহারাজপুর ও পুধিয়ার যুদ্ধক্ষেত্রে, সিন্ধিয়ার পক্ষ, ইংরাজের ইস্তে পরাজিত হন। উৎপরে উভয়পক্ষের মধ্যে সন্ধি হইয়া, এই যুদ্ধের অবসান হয় । <! ২৩। চালর্স থিওফিলস্ ব্যারণ ८षांश्कीय-अश्व-x ৭৮৫ খৃঃ—মৃত্যু ১৮৪৬ খৃঃ। (ইনি | ১৮৩৪ খৃঃ অব্দের ২-এ মার্চ হইতে ১৮৩৬ খঃ অব্দের - ৪ঠা মার্চ পৰ্য্যম্ভ ( অর্থাৎ লর্ড অক্ল্যাও বিলাত হইতে ভারতে মা পৌছান পর্যাপ্ত ) গবর্ণর-জেনারেল ছিলেন । { জে, হেইস। মুল্লাধন্ত্রের স্বাধীনতা দান করিয়া, লর্ড মেটকাফ, চিরস্মরণীয়