পাতা:কলিকাতা সেকালের ও একালের.djvu/৯১৬

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

سراسر কলিকাতা সেকালের ও একালের । ছবির নাম ও সংক্ষিপ্ত পরিচয় । চিত্র করের নাম ও अनTांब, मख्या । ১৮•৫ খঃ অৰ পৰ্য্যস্ত, ইনি ফোর্ট-উইলিয়ামের গবর্ণর জেনারেলের পদে নিযুক্ত ছিলেন। ইহঁীর ন্যায় সাহসী সেনাপতি ও অভিজ্ঞ শাসনকৰ্ত্ত,খুৰ কমই এদেশে আসিয়াছেন। এই জন্য ইংরাজ-ইতিহাস লেখকের, ইহঁাকে কোম্পানীর-আমলের “আকবর’ ৰলির উল্লেখ করেন । ইহঁরই হস্তে টিপু সুলতানের ধ্বংশ-সাধন ঘটে এবং মহীশূর-রাজ্য পুনরায় হিন্দুরাজার দখলে আসে। দ্বিতীয় মারহাট্টা-যুদ্ধ, এই ওয়েলেসলির আমলেই হইয়াছিল। ওয়েলেস লি, বাহুবলে অনেক রাজ্য জয় করিয়া, ইংরাজ সাম্রাজ্যভূক্ত করেন। ইহঁর সময়েই বৰ্ত্তমান লাট-প্রাসাদ নিৰ্ম্মিত হয় এবং কলিকাতা সহরেরও যথেষ্ট উন্নতি হইয়াছিল। ২৯। ডিউক অব ওয়েলিংটন—{ থোন রূমের দ্বারের নিকট ) । ৩০ । মহম্মদ আলি (কর্ণাটের নবাব ) (১৭৭৪— ১৭৯৫ খ, অব্দ । ) ৩১। রাজকুমার ডিউক অব ক্লারেন্স এণ্ড এভনডেল—কে,জি, (জন্ম ১৮৬৪—মৃত্যু ১৮৯২ খৃঃ) । ৩২ । লেডি উইলিয়াম বেণ্টিঙ্ক— ৩৩। শের আলি খী—কাবুলের আমীর (১৮৬৩ থঃ হইতে ১৮৭৯ থ, । ) Woë বাহাদুর— ১৮৪৬ খ —১৮৭৭ খ: )। ৩৫। যশোবন্ত সিংহ— মহারাজা ভরতপুর) ( ১৮৪৩ খুঃ–১৮৯৩ খ, অব্দ ) । ৩৬। টিপু সুলতানের দুই শিশুপুত্রের | বিদায় গ্রহণ । নেপালের স্বনামপ্রসিদ্ধ জঙ্গ । রবার্ট হোম। এস, উইলসন । এ, সোভেল । এফ, আর, সে । অজনিত চিত্রকর । এফ, ব্রিগষ্টোক । অজানিত চিত্রকর । অজানিত ।