পাতা:কলিকাতা সেকালের ও একালের.djvu/৯১৯

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

পঞ্চবিংশ অধ্যায়। bالأترام স্যর জর্জ ম্যাকফারসন,পরবর্তীকালে হাইকোর্টের জজ হন (১৮৬৪–১৮৭৭)। ওল্ডপোষ্ট আফিস ষ্ট্রীটে, স্যর জেমস কলভিলির অাবাস-বাট ছিল। এই কলভিলি সাহেব, ১৮১৬ খ্ৰীষ্টাবে সেকালের সুপ্রীম-কোর্টের এডভোকেট জেনারেল ছিলেন। ১৮৪৮ হইতে ১৮৫৫ খ্ৰীষ্টাব্দ পৰ্য্যন্ত, ইনি সুপ্রীমকোর্টে জজীয়তী করেন। ১৮৪৮ খ্ৰীষ্টাকে স্যর উইলিয়ম পীল, প্রধান বিচারপতির পদ হইতে অবসর গ্রহণ করিলে, কলভিলি সাহেব, সুপ্রীমকোর্টের চিফ-জষ্টিস হন । 穩 এক্ষণে পুরাতন সুপ্রীম-কোর্টের কথা বলিব। এই আদালত-গৃহটী দ্বিতল ছিল। উপরের তলায়"গ্র্যাগুজুরী রূমৃ” (Grand Jury Room) আর নীচের তলায় আদালত-গৃহ ছিল। মারহাট্টা-থাতের সীমামধ্যস্থ অধিবাসীদের মধ্যে মামলা-মোকদ্দমার বিচার জন্য, সেকালের মনীষি বিচারকগণ, এই নিম্নতলস্থ কক্ষগুলির শোভা-সম্বৰ্দ্ধন করিতেন । এই আদালত-বাটীর একটী কক্ষে সুপণ্ডিত স্যর উইলিয়ম জোন্সের বিশ্রাম-স্থান ছিল। স্যর উইলিয়ম ১৭৮০ খ্ৰীষ্টাবে সুপ্রীম-কোর্টের পিউনী-জজ নিযুক্ত হন। ১৭৯৪ খ্ৰীষ্টাব্দে, এই কলিকাতাতেই তাহার দেহান্ত হয় । স্যর উইলিয়ম, প্রত্যহ প্রভাতে র্তাহার গার্ডেন-রিচের “বাঙ্গলো” হইতে পদব্রজে আদালতে আসিতেন। আদলতের মধ্যস্থ এই বিশ্রাম-কক্ষটী তাহার জ্ঞানামুশীলনের পবিত্র মন্দির ছিল । অপরাহ্নে তিনি এই আদালত-গৃহের নির্জন কক্ষে বসিয়া, পণ্ডিত ও মৌলবীদের নিকট সংস্কৃত ও আরবী, পারশী ভাষার পাঠ লইতেন । ইহঁাদের সাহায্যে তিনি সংস্কৃত ও উর্দুভাষার, বহুবিধ গ্রন্থাবলীর অনুবাদ করিতেন। এই সুগ্ৰীম-কোর্ট ব্যতীত, তখন কলিকাতার সহরে আর একটা “আপিলেটু-কোর্ট” ছিল। বৰ্ত্তমান ঘোড়-দৌড়ের মাঠের পশ্চাৎদিকে, ভবানীপুর অঞ্চলে, যে প্রাসাদতুল্য বাটা, আজকাল মিলিটারি-হাসপাতালে" পরিবৰ্ত্তিত, সেই বাড়ীতেই সেকালের জন্য এই আপীল-আদালত ছিল। এখানে দেওয়ানী ফৌজদারী, উভয়বিধ মামলাই নিম্পত্তি হইত। সমগ্র বঙ্গদেশ ব্যাপিয়া, এই আদালতের “জুরিসডিক্সান” বা বিচারসীমা নিৰ্দ্ধায়িত ছিল । পুরাকালের সাধারণের নিকট ইহা “সদর-দেওয়ানীআদালত” বলিয়া পরিচিত ছিল। ব্রিটিশ-পালপমেন্টের ১৭৭৪ খ্ৰীষ্টাব্দের ২৬এ মার্চের বিধান অনুসারে, স্বপ্রম-কোর্ট প্রথম প্রতিষ্ঠিত হয়। এই চার্টারের বলে ওয়ারেণ হেষ্টিংস, ফোর্টউইলিয়মের প্রথম গবর্ণর জেনারেল হন। সুপ্রম-কোটের প্রধান বিচারপতি Σ Σ Σ