পাতা:কলিকাতা সেকালের ও একালের.djvu/৯৩২

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

bや8 কলিকাতা সেকালের ও একালের । তাহার গৌরবান্বিত নামের সহিত পরিচিত। তাহার শাসনাধীন ज्ञान সমূহে, প্রজাকুল, র্তাহার নামোচ্চারণেও ধন্য হয়। আমাদের বর্তমান সৰ্ব্বজন প্রিয়, বড়লাট-বাহাদুরের দিল্লীতে অবস্থান হেতু, যদিও বঙ্গবাসীর সহিত র্তাহার একটু দূরসম্পর্ক হইয়াছে, তাহা হইলেও, আদর্শ প্রজারঞ্জিনী বৃত্তিস্বারা, তিনি সমগ্র বঙ্গবাসীগণের মনে সৰ্ব্বদাই স্মরণীয় হইয়া থাকিবেন। তাহার সহানুভূতির ফলেই, বঙ্গদেশ একটা স্বতন্ত্র প্রেসিডেন্সিতে পরিণত হইয়াছে ও সুদূর দিল্লীতে থাকিয়াও তিনি বঙ্গবাসীর রাজভক্তিতে প্রীত ও তাহদের মঙ্গলসাধনে সৰ্ব্বদাই ব্ৰতী এবং বঙ্গবাসীকে অতি প্রীতির চক্ষে দেখিয়া থাকেন। কলিকাতার লাট-প্রাসাদ, যাহাতে গবর্ণর জেনারেলগণ বাস করিয়া আসিয়াছেন, এখন তাহ বঙ্গেশ্বর লর্ড কারমাইকেলের রাজপ্রাসাদ হইয়াছে। লেফটেনাণ্ট গবর্ণরগণের বাসস্থান, বেলভেডিয়ার এখন গবর্ণমেণ্টের থাসে থাকিলেও, সেখানে কোন রাজকৰ্ম্মচারী বাস করেন " । কলিকত। ও ঢাকা এই দুইটি নগরী বঙ্গদেশের প্রধান শাসনকেন্দ্র নির্বাচিত হওয়ায়, বঙ্গেশ্বরকে কলিকাতা ত্যাগ করিয়া, সময়ে সময়ে ঢাকাতেও থাকিতে হয়। জেনারেল পোষ্ট আফিস । কোম্পানীর প্রথম আমলে—যখন ডাকের প্রচলন হয় নাই, তখন কলিকাতায় কোন পোষ্টাফিসই ছিল না । কোন সময়ে প্রথম পোষ্ট্রাফিস স্থাপিত হয়, ডাকের কাণ্য আরম্ভ হয়, সেকালে চিঠি-পত্র ও পার্শেল প্রভৃতির মাশুল কিরূপ ছিল, তৎসম্বন্ধে অনেক কথা আমরা ইতিপূৰ্ব্বে বলিয়াছি। আজকাল যে পথটা Old Post Office Street বলিয়। কথিত, সেইস্থানে পুরাকালে একটা ডাকঘর ছিল। ইহাই কলিকাতার প্রথম ডাকঘর। বর্তমান বড় ডাকঘর ১৮৬৮ খৃঃ অব্দে নিৰ্ম্মিত হয়। যেস্থানে এই "ডাকঘয় নিৰ্ম্মিত হইয়াছে—সেইস্থানে পূৰ্ব্বে প্রাচীন কলিকাতা দুর্গের একাংশ বর্তমান ছিল। প্রাচীন দুর্গ, অর্থাৎ যে দুর্গ নবাব সিরাজউদৌলা আক্রমণ করেন, তাহার বিশেষ কোন চিহ্ন না থাকিলেও, বৰ্ত্তমান বড় ডাকঘরের একাংশে, এখনও একটু বর্তমান আছে। লর্ড কর্জন, পুরাতনদুর্গের কয়েকটা গৃহ, অতীতের স্মৃতি-চিহ্ন স্বরূপ রাখিয়া দিয়াছেন। তাঙ্গার উপর কয়েকট প্রস্তর-ফলকও সংলগ্ন করিয়া দিয়াছেন । পুরাতন-দুর্গের এই কয়েকট কক্ষে এখন গবর্ণমেণ্টের মেল-ভ্যান থাকে ও